1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পণ্যের মান

১৬ মে ২০১২

শ্রমিকরা কি পরিবেশে কাজ করছেন এবং তাদের প্রতি কি ধরণের আচরণ করা হচ্ছে, তার ওপর এখন নির্ভর করে পণ্যের দাম৷ ভাল পরিবেশ এবং শ্রমিকের অধিকার নিশ্চিত হলে ইউরোপে ক্রেতারা পণ্যের জন্য বেশি দাম দিতে রাজি৷

https://p.dw.com/p/14w3M
ছবি: AP

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য সম্পর্ক নিয়ে ঢাকায় এক সেমিনারে বলা হয় বাংলাদেশি পণ্যের বড় বাজার এখন ইউরোপের দেশগুলো৷ এরমধ্যে তৈরি পোশাক শীর্ষ স্থান দখল করলেও, ধীরে ধীরে অপ্রচলিত পণ্যের চাহিদাও বাড়ছে৷ ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র হেড অব ডেলিগেশন উইলিয়াম হানা বলেন, চামড়া ও পাটজাত পণ্য, চিংড়ির বাজার রয়েছে সেখানে৷ আর বাংলাদেশি জাহাজ তো এখন ইউরোপে রপ্তানি হচ্ছেই৷ তিনি বলেন, বাজার বাড়াতে হলে পণ্যের গুণগত মান যেমন উন্নত করতে হবে, তেমনি আনতে হবে বৈচিত্র্য৷ আর সেজন্য একটি প্রকল্পের আওতায় বাংলাদেশি পণ্যের গুণগত মান উন্নয়নে কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন৷

উইলিয়াম হানা জানান, বাংলাদেশের চামড়া এবং পাটের ৫০০টি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে পণ্যের মান উন্নয়নে কাজ করছে ইইউ৷ যাতে পণ্য পরিবেশ বান্ধব এবং উন্নতমানের হয়৷ আর এসব পণ্য যাতে আন্তর্জাতিক বাজারে আরো বেশি রপ্তানি হয়, সেজন্য সহায়তা করছেন তারা৷ বাংলাদেশে উৎপাদিত চিংড়ির মান উন্নয়নেও তারা কাজ করছেন৷ আর পুরো এশিয়াই তাদের এই কাজ চলছে৷

উইলিয়াম হানা বলেন, ইউরোপের ক্রেতারা পণ্যের গুণগত মানের সঙ্গে কেমন পরিবেশে পণ্যটি তৈরি হয়, কাজের পরিবেশ কেমন এবং শ্রমিকদের সঙ্গে কেমন আচরণ করা হয় - তাকে খুবই গুরুত্ব দেয়৷

তিনি বলেন, ইউরোপীয় ক্রেতারা পণ্য কেনার আগে পরিবেশ, শ্রমিকদের অধিকার এবং তাদের কাজের পরিবেশকে বিবেচনা করে থাকে৷ এমনকি এজন্য তারা বেশি দাম দিতেও প্রস্তুত৷ এটি ক্রেতাদের ক্রমবর্ধমান পছন্দের বিষয়৷ আর এই পছন্দের চাপ বাড়ছে ক্রমশই৷

ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন বলেন, বাংলাদেশের উচিত এই সুযোগ গ্রহণ করে আয় বাড়ানো৷ তাঁর মতে, বেশি দাম মানে বেশি লাভ৷ আর এটি একটি ভাল সুযোগ৷ এখন সবার কাছেই তথ্য রয়েছে৷ আর তরুণ ক্রেতারা শ্রমিক শোষন বিরোধী৷ তারা চায় পরিবেশ বান্ধব পণ্য৷ মনে রাখতে হবে, ক্রেতাদের বড় অংশই তারা৷

এছাড়া, সেমিনারে ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের ব্যাপরে ইতিবাচক ধারণা গড়ে তুলতে ইইউ'র আরো সহযোগিতা চান বাংলাদেশের ব্যবসায়ীরা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য