1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইলা

১৫ মার্চ ২০১২

ঢাকায় শুরু হয়েছে জনপ্রতিনিধিদের নিয়ে তিনদিনের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন৷ এ সম্মেলনে জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত ১৮টি দেশের সংসদ সদস্যরা অংশ নিচ্ছেন৷ সম্মেলনে জলবায়ু নিয়ে সংসদ সদস্যদের একটি গ্রুপ গঠনের সম্ভাবনা আছে৷

https://p.dw.com/p/14KZe
ছবি: picture-alliance/dpa

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে ঘুর্ণিঝড় এবং আইলায় ক্ষতিগ্রস্ত এলাকার উন্নয়ন এবং জলাবদ্ধতা দূর করতে দুই কোটি ইউরো দেবে৷ দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মানবিক সহায়তা সংস্থার ইউনিট প্রধান এসকো কেন্ট্রাস্কিনস্কির নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেখা করে এই সহায়তার প্রতিশ্রতি দিয়েছেন৷ এই সহায়তা উপকূলীয় এলাকায় প্রতিরক্ষা বাধ নির্মাণ এবং উন্নয়নে ব্যয় হবে৷ জলবায়ু পরিবর্তনের কারণে এখন উপকূলীয় এলাকা নানা প্রাকৃতিক দুর্যোগের শিকার৷ সিডর'এর পর ইউরোপীয় ইউনিয়ন ৪ কোটি ইউরো দিয়েছিল৷

আর বুধবার ঢাকায় জলবায়ু সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তিনি বলেন, এই জলবায়ু পরিবর্তনের জন্য যারা দায়ী সেই উন্নতদেশগুলোর জলবায়ু তহবিলে প্রতিশ্রুত অর্থ দেয়ার আগ্রহ কম৷ তারা উন্নয়ন সহায়তা এবং জলবায়ু সহায়তা এক করে দেখছেন৷ এটা ঠিক নয়৷ তিনি বলেন, বাইরের সহায়তা তেমন না পেলেও সরকার জলবায়ুর প্রভাব মোকাবেলায় কাজ করছে৷ গ্রহণ করছে নানা প্রকল্প৷

এই সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য পাঠিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট অ্যাল গোর৷ তিনি জলবাযুর প্রভাব মোকাবেলা এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় ঐক্যবদ্ধ প্রয়াসের ওপর গুরুত্ব দিয়েছেন৷

এদিকে, এই সম্মেলনের আয়োজকদের মধ্যে রয়েছে বাংলাদেশের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ৷ গ্রুপের মহাসচিব শিশির শীল ডয়চে ভেলেকে জানান, জলবায়ু ইস্যুতে জনপ্রতিনিধিদের সরাসরি সম্পৃক্ত করে কাজ করার জন্যই এই সম্মেলন৷

আগামী শুক্রবার ঢাকা ঘোষণার মধ্য দিয়ে তিনদিনের এই সম্মেলন শেষ হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য