1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব়্যাবের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৮ মে ২০১৪

ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা ব়্যাবের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি-র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, কোনো ব্যক্তির দোষ প্রতিষ্ঠানের ওপর বর্তায় না৷

https://p.dw.com/p/1BvFo
Rapid Action Battalion RAB Spezialeinheit Militär Dhaka Bangladesh
ছবি: picture-alliance/dpa

ব়্যাব সঠিক পথেই আছে৷ তবে বিশ্লেষকরা ডয়চে ভেলেকে ব়্যাবের সংস্কারের কথা বলেছেন৷ ক্রসফায়ারসহ মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনায় হিউম্যান রাইটস ওয়াচসহ আরো কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ব়্যাবকে বিলুপ্ত করার দাবি জানিয়ে আসছে৷ কিন্তু বাংলাদেশের ভিতর থেকে এ ব্যাপারে তেমন কোনো জোরালো সমর্থন তারা পায়নি এতদিন৷ তবে নারায়ণগঞ্জে ওয়ার্ড কাউন্সিলরসহ ৭ জনকে হত্যার পর বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি বুধবার ব়্যাবের ব্যাপারে তাদের অবস্থান মোটামুটি পরিষ্কার করেছে৷

Bangladesch Salauddin Quader Chowdhury Urteil 01.10.2013 Dhaka
বিএনপি ব়্যাবের ব্যাপারে অবস্থান পরিষ্কার করেছেছবি: picture-alliance/dpa

বুধবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি-র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘দেশের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত যে বাহিনী, তারাই আজ জীবন রক্ষার বদলে জীবন হরণ করছে৷ এই অবস্থায় এলিট ফোর্স নামে এ বাহিনী রাখার প্রয়োজন আছে কি-না তা ভাবার সময় এসেছে৷''

তিনি বলেন, ‘‘নারায়ণঞ্জের হত্যার ঘটনায় জড়িত থাকার দায়ে ব়্যাবের সেখানকার অধিনায়কসহ তিনজনকে ক্লোজড করা হয়েছে এবং তদন্ত চলছে৷ এর মাধ্যমে সরকার স্বীকার করে নিয়েছে হত্যার ঘটনায় ব়্যাব জড়িত৷ সারা দেশের মানুষ ও সুশীল সমাজের লোকজন বলছেন, নাগরিকদের নিরাপত্তা দেবে এমন বাহিনী যদি নাগরিকদের জীবন হরণ করে, তাহলে সেই প্রতিষ্ঠানের আর দরকার আছে কি?

বিএনপি ব়্যাব বিলুপ্তি চায় কি না – এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘‘বিএনপি জনগণের দল৷ জনগণের বক্তব্য আমাদের বক্তব্য৷'' উল্লেখ্য, বিএনপি-র শাসনামলেই ২০০৪ সালে ব়্যাব গঠন করা হয়েছিল৷

আর বুধবার বিকেলে দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিশেষ করে অপহরণ,গুম ও খুন নিয়ে বিএনপির অবস্থান কূটনীতিকদের কাছে তুলে ধরা হয়েছে৷ বিএনপি নেতারা কূটনীতিকদের বলেছেন, সরকার ‘অনির্বাচিত' হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনে সরকারের কর্তৃত্ব শিথিল হয়ে পড়েছে৷ কাউকে সরকার নিয়ন্ত্রণে রাখতে পারছে না৷ তাঁরা ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের এই সময় পর্যন্ত সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত, অপহরণ ও গুমের পরিসংখ্যান দেন৷

Symbolbild Mann mit Messer
দায়ীদের শাস্তির আওতায় আনতে হবেছবি: gebphotography - Fotolia.com

অন্যদিকে ব়্যাব বিলুপ্ত করার প্রশ্নে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন, ‘‘দুই-একজন কর্মকর্তার দোষের কারণে কোনো প্রতিষ্ঠান বন্ধের প্রশ্ন আসে না৷ নারায়ণগঞ্জে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে৷'' তিনি আরও বলেন, ‘‘ব়্যাব যে উদ্দেশ্যে গঠন করা হয়েছে, তারা সেই পথেই আছে৷ তারা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে৷ কোনো ব্যক্তির দায়ে প্রতিষ্ঠান দায়ী হতে পারেনা৷ ব়্যাব বিলুপ্তের কোন প্রশ্নই আসে না৷''

মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট এলিনা খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘ব়্যাবের সংস্কার প্রয়োজন৷ বিভিন্ন বাহিনীর সদস্যদের নিয়ে ব়্যাব গঠন করা হয়েছে৷ ফলে এর মধ্যে সমন্বয়হীনতা এবং মূল লক্ষ্যে একতাবদ্ধ হওয়া নিয়ে সমস্যা আছে৷ তাই সার্বিকভাবে জনকল্যাণে ব়্যাবকে কাজে লাগাতে হলে এর সংস্কার অপরিহার্য৷'' তিনি আরও বলেন, ‘‘ব়্যাবের যে সব কাজ নিয়ে প্রশ্ন উঠেছে, তা তদন্ত করে দায়ীদের শাস্তির আওতায় আনতে হবে৷ আর তা যদি ধারাবাহিকভাবে করা যায়, তাহলে প্রতিষ্ঠান হিসেবে ব়্যাব দায়মুক্ত থাকবে বলে মনে করেন তিনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য