1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদ্বেষ হিংসার পথ খুলে দেয়

১৫ জুন ২০১৪

জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার নাভি পিল্লাই ইউরোপীয় ইউনিয়নের রাজনীতিকদের ক্রমবর্ধমান প্ররোচনামূলক বাচনভঙ্গির সমালোচনা করে বলেছেন, এর ফলে সহিংসতা ও মানবাধিকার ভঙ্গের পথ প্রশস্ত হচ্ছে৷ বাড়ছে বহিরাগত-বিদ্বেষ৷

https://p.dw.com/p/1CIMr
জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার নাভি পিল্লাইছবি: Reuters

জাতিসংঘের মানবাধিকার পরিষদের গ্রীষ্মকালীন অধিবেশনের উদ্বোধন উপলক্ষ্যে পিল্লাই বলেন, বহিরাগত-বিদ্বেষী, জাতিবাদী ও ধর্মীয় অসহিষ্ণুতামূলক বাগাড়ম্বরের কারণে ইউরোপে বৈষম্যবাদের বিরুদ্ধে সংগ্রাম ব্যাহত হতে পারে৷ পিল্লাই এই ধরনের ‘হেট স্পিচ' বা আক্রোশমূলক বক্তব্যের উদাহরণ দিতেও ভোলেননি৷

পিল্লাই জার্মানির ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টি বা এনপিডি দলের সাবেক প্রধান উডো ফয়েগ্ট-এর ইউরোপীয় সংসদে নির্বাচিত হওয়ার কথা বলেন এবং স্মরণ করিয়ে দেন যে, এই ফয়েগ্ট-ই মন্তব্য করেছেন: ‘‘ইউরোপ শ্বেতাঙ্গদের মহাদেশ এবং তার সেটাই থাকা উচিত৷''

NPD Udo Voigt
‘‘ইউরোপ শ্বেতাঙ্গদের মহাদেশ এবং সেটাই থাকা উচিত’’ছবি: dapd

তার পরই পিল্লাই উল্লেখ করেন ফ্রান্সের ফ্রঁ নাসিনাল বা ন্যাশনাল ফ্রন্ট দলের প্রধান মারিন ল্য পেন-এর কথা, যাঁর দল সাম্প্রতিক ইউরোপীয় নির্বাচনে ২৫ শতাংশ ভোট পেয়ে ফ্রান্স থেকে সর্বাধিক আসন সংগ্রহ করেছে৷ মারিন ল্য পেন মুক্ত প্রাঙ্গণে প্রার্থনারত মুসলিমদের জার্মানির হাতে ফ্রান্সের জবরদখল হওয়ার সঙ্গে তুলনা করেছেন৷

অপরদিকে ন্যাশনাল ফ্রন্টের ৮৫-বছর-বয়সি প্রতিষ্ঠাতা – এবং মারিন ল্য পেনের পিতা – জঁ-মারি ল্য পেন সম্প্রতি তাঁর সমালোচকদের ‘‘চুল্লিতে পোরার'' কথা বলে নিজের কন্যার রোষের পাত্র হয়েছেন – কেননা পিতার উক্তির ফলে কন্যার ইউরোপীয় সংসদে উগ্র দক্ষিণপন্থিদের একটি নিজস্ব গোষ্ঠী গঠনের চেষ্টা বিপন্ন হতে পারে৷

তবে পিল্লাই-এর সব মন্তব্যের পটভূমিতে রয়েছে সম্প্রতি ব্রাসেলসের ইহুদি সংগ্রহশালার উপর যে প্রাণঘাতি আক্রমণ চালানো হয়, সেই বিভীষিকা৷ সেখানে গুলি চালায় ২৯ বছর বয়সি মেহদি নেমুশ, যে সিরিয়ায় জিহাদীদের কাছ থেকে সন্ত্রাসী প্রশিক্ষণ পেয়েছিল বলে পুলিশের ধারণা৷ ধ্বনি-প্রতিধ্বনির মতো এভাবেই দু'পক্ষে ঘৃণা ও বিদ্বেষ বেড়ে চলেছে৷

সন্ত্রাসের জবাব যদি অসহিষ্ণুতা হয়, তাহলে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে ফ্রান্স, ব্রিটেন ও ডেনমার্কে দক্ষিণপন্থি দলগুলির জয় এবং অস্ট্রিয়া, ফিনল্যান্ড ও সুইডেনে দক্ষিণপন্থি দলগুলির বর্ধিত সাফল্যের একটা ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় বৈকি৷ তবে উত্তরটা স্বভাবতই অতটা সহজ নয়৷ স্বদেশে অর্থনৈতিক সংকটের সঙ্গে যদি বিদেশ থেকে – এমনকি অপরাপর, দরিদ্রতর ইইউ দেশ থেকে অভিবাসন যুক্ত হয়, তাহলে শুধু কোনো দক্ষিণপন্থি রাজনীতিকের এই অশুভ সংমিশ্রণের সুযোগ নেওয়ার অপেক্ষা৷ সঙ্গে-সঙ্গে জ্বলে ওঠে বহিরাগত-বিদ্বেষ – ও সেই বিদ্বেষে সাধারণ মানুষদের নীরব সমর্থনের আগুন৷ যেমন ইটালির নর্দার্ন লিগ দলের মারিও বোরঘেজি স্বয়ং অভিবাসীদের রাস্তায় পাতা বিছানায় আগুন দিয়েছেন – কিন্তু তা সত্ত্বেও এবার ইউরোপীয় সংসদে নির্বাচিত হয়েছেন৷

ইউরোপীয় কমিশনের বিদায়ী প্রেসিডেন্ট জোসে মানুয়েল বারোসোর মতে, চরমপন্থি মনোভাবগুলি যে পরস্পরের সঙ্গে বিরোধ বাঁধাতে চাইছে, যা শেষমেষ ইউরোপীয় মূল্যবোধের মূলেই কুঠারাঘাত করবে, সেই প্রক্রিয়াটাকে সর্বাগ্রে রোখা প্রয়োজন৷

এসি/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য