1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বসনিয়ার যুদ্ধকালীন সার্ব সেনাপ্রধান ম্লাদিচ গ্রেফতার

২৬ মে ২০১১

বসনিয়ায় যুদ্ধাপরাধ করার দায়ে যার খোঁজ করে আসছিল দ্য হেগ’এর আন্তর্জাতিক ফৌজদারি ট্রাইবুনাল দীর্ঘ ১৬ বছর ধরে, সেই প্রাক্তন সার্ব সেনাপ্রধান জেনারেল রাটকো ম্লাদিচ গ্রেপ্তার হয়েছেন৷ সারা ইউরোপ জুড়ে সন্তুষ্টির হাওয়া৷

https://p.dw.com/p/11OcP
প্রাক্তন সার্ব সেনাপ্রধান জেনারেল রাটকো ম্লাদিচ গ্রেপ্তারছবি: picture alliance / dpa

সার্বিয়ার প্রেসিডেন্ট বরিস টাদিচ বেলগ্রেডে তড়িঘড়ি এক সাংবাদিক সম্মেলন ডেকে ম্লাদিচকে আজ ভোরের দিকে গ্রেফতার করার কথা ঘোষণা করেন৷ তিনি বলেন, ‘‘আজ আমরা আমাদের ইতিহাসের একটি অধ্যায় বন্ধ করে দিলাম৷ এর মধ্য দিয়ে আমরা এই অঞ্চলে পুনরায় পূর্ণ সম্প্রীতি প্রতিষ্ঠার এক ধাপ কাছে চলে এলাম৷''

সার্বিয়ার সবচেয়ে বড় দৈনিক পত্রিকা ‘ব্লিচ' খবর দিয়েছে, দেশের উত্তরাঞ্চলের এক গ্রামে জনৈক আত্মীয়ের বাড়ি থেকে ম্লাদিচকে গ্রেফতার করা হয় স্থানীয় সময় সকাল ন'টায়৷ পুলিশ আর গোয়েন্দা দল অবশ্য ভোর ছ'টার দিকেই অপারেশন শুরু করে দিয়েছিল৷ নাম ভাঁড়িয়ে ছিলেন তিনি৷

Ratko Mladic Bosnienkrieg Kriegsverbrechen Flash-Galerie
ছবি: AP

১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বসনিয়ার রক্তক্ষয়ী যুদ্ধের সময় স্রেবরেনিৎসা হত্যাকাণ্ড এবং ৪৪ মাস ধরে সারায়েভো অবরোধের ঘটনায় তার ভূমিকার জন্য গণহত্যা চালানো, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগ আছে ম্লাদিচের বিরুদ্ধে৷ স্রেবরেনিৎসায় ছেলে বয়স্ক পুরুষ মিলিয়ে ৮০০০ মুসলমানকে হত্যা করা হয়৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাকেই ইউরোপের ভয়াবহতম হত্যাকাণ্ড বলে দেখা হয়ে থাকে৷ সাবেক ইউগোস্লাভিয়ার যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত দ্য হেগ'এর আন্তর্জাতিক ফৌজদারি ট্রাইবুনাল বহুদিন ধরেই তার খোঁজ করছিল বিচারের জন্য৷

ইউরোপের নানা দেশ এই খবরে সন্তোষ প্রকাশ করেছে৷ সত্যি বলতে ম্লাদিচকে ধরার জন্য সার্বিয়ার উপর বড় রকমের চাপ ছিল ইউরোপীয় ইউনিয়নের দিক থেকে৷ ইউনিয়ন সাফসাফ জানিয়ে দিয়েছিল যে, সার্বিয়া তাকে ধরতে ব্যর্থ হলে ইইউ'তে বেলগ্রেডের ঢোকার পথে তা বড় বাধা হয়ে থাকবে৷ ইইউ'র পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন, ইইউ কমিশনের সভাপতি জোসে মানুয়েল বারোসো, সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী কার্ল বিল্ড এরা সকলেই গ্রেফতারের এই ঘটনাকে অকুন্ঠ সাধুবাদ জানিয়েছেন৷ ফ্রান্সের দোভিল'এ জি-এইট নেতাদের শীর্ষবৈঠকে ম্লাদিচ গ্রেফতার হবার খবর অভিনন্দিত হয়েছে৷ জাতিসংঘের মহাসচিব বান কি মুন সার্বিয়া সরকারের উদ্যোগের প্রশংসা করে বলেছেন, আন্তর্জাতিক বিচার প্রক্রিয়ার জন্য এটা এক ঐতিহাসিক দিন৷ আর স্রেবরেনিৎসার সেই ১৯৯৫ সালের গণহত্যার হাত থেকে বেঁচে যান যাঁরা, তাঁরা স্বস্তির নিশ্বাস ফেলেছেন৷

প্রতিবেদন: আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা: দেবারতি গুহ