1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বর্ষসেরা ক্রীড়াবিদ সাকিব আল হাসান

২০ ডিসেম্বর ২০০৯

বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির এ বছরের বর্ষসেরা ক্রীড়াবিদ পুরস্কার পেয়েছেন ক্রিকেটার সাকিব আল-হাসান৷ ২০০৮ সালে সেরা ক্রীড়াবিদের পুরস্কার পান দাবাড়ু এনামুল হোসেন রাজীব৷ দেশটির একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে এই তথ্য৷

https://p.dw.com/p/L9RW
সাকিব আল হাসানছবি: AP

ক্রীড়া লেখক সমিতি রবিবার দুই বছরের জন্য সেরা ক্রীড়াবিদ, উদীয়মান খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, পৃষ্ঠপোষক, প্রশিক্ষক, সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে৷

এই প্রথম সমিতিটি বিভিন্ন খেলাধুলায় অংশ নেওয়া সেরা শিক্ষাপ্রতিষ্ঠানকেও পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয়৷ আর নারীদের ক্রীড়াক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য প্রথমবারের মতো প্রবর্তিত এই পুরস্কার অর্জন করেছে শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ৷

প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান এ বছর উইসডেন ক্রিকেট সাময়িকীর বর্ষসেরা টেস্ট ক্রিকেটারও নির্বাচিত হন৷ ২০০০ সালে টেস্ট স্বীকৃতি পাওয়া বাংলাদেশের সেরা ক্রিকেটার হিসেবে গণ্য করা হয় ২২ বছর বয়সি সাকিব আল হাসানকে৷ সাকিব প্রজন্মের খেলোয়াড়রা দেশটির ক্রিকেটকে অনেক উপরে নিয়ে যাবে, এমনটাই মত বিশেষজ্ঞদের৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী