1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন শহরের বাস সার্ভিস

২০ জানুয়ারি ২০১০

বন শহরের বাস সার্ভিস কিভাবে প্রতিদিন সেবা দিয়ে যাচ্ছে কয়েক হাজার মানুষকে৷ এর আগে আমরা জানিয়েছি পরিবহনের পুরো বিষয়টি দেখাশোনা করছে এস ডাব্লিউ বি সংস্থাটি৷ বাস, ট্রাম, পাতাল রেল সব কিছুই রয়েছে এস ডাব্লিউ বি-র তদারকিতে৷

https://p.dw.com/p/Lbk7
বৃদ্ধ-বৃদ্ধাদের চলাফেরা অনেক সহজ করে দিচ্ছে এস ডাব্লিউ বি সংস্থাছবি: dpa

সারা বন শহরে এস ডাব্লিউ বি 'এর অধীনে চালু রয়েছে ২৪৯টি বাস৷ প্রতিদিন প্রায় ৪৪ টি বিভিন্ন রুটে চলছে বাসগুলো৷ বন শহর ছাড়িয়ে দূর দুরান্তে যাত্রীদের পৌঁছে দিচ্ছে বাসগুলো৷ এর সঙ্গে রয়েছে প্রায় ১০০ টি ট্রাম এবং পাতাল রেল৷

খুব শীঘ্র বন এবং কোলন শহরে নামানো হচ্ছে আরো ১৯টি নতুন বাস৷ যে সব জায়গায় বাস সংযোগ একটু অনিয়মিত সেখানে বাসগুলো যেন আরো নিয়মিত চলাফেরা করতে পারে সে লক্ষ্যেই নামানো হচ্ছে নতুন বাস৷ তবে পুরনো বাসগুলোর সঙ্গে নতুন বাসগুলোর রয়েছে বিশাল একটি পার্থক্য৷

মূল পার্থক্য হল নতুন বাসগুলো ১০০ ভাগ পরিবেশবান্ধব৷ অর্থাৎ বাসগুলো থেকে বেরিয়ে আসা ধোঁয়া কোন অবস্থাতেই পরিবেশ দুষণ করবে না৷ এই বাসগুলোর নাম দেয়া হয়েছে ইইভি অর্থাৎ এনহান্সড এনবায়রনমেন্টালি ফ্রেন্ডলি ভেহিকেল৷ আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তনের দিকে দৃষ্টি রেখেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ এছাড়া যাদের চলাফেরায় সমস্যা রয়েছে অর্থাৎ যারা হুইল চেয়ার বা ক্র্যাচের সাহায্যে চলাফেরা করে তাদের জন্য সহজে বাসে ওঠা এবং নামার জন্যও থাকবে আরও ভাল এবং বিশেষ ব্যবস্থা৷

Busse an Bushaltestelle
খুব শীঘ্র নামানো হবে নতুন বাস, আসছে নতুন সুযোগ-সুবিধাছবি: Bilderbox

সম্প্রতি এস ডাব্লিউ বি চালু করেছে এ্যাক্টিভ সিক্সটি ৷ এর অর্থ হল যাদের বয়স ৬০ বছর বা তার বেশি তাদের বেশ কিছু সুযোগ সুবিধা দেয়া হচ্ছে৷ একটি বিশেষ টিকিট তাদের দেয়া হবে এর ফলে যে কোন সময় যে কোন বাস বা ট্রেনে তারা চলাফেরা করতে পারবে৷ তবে টিকিটটি কিনতে হচ্ছে এবং বেশ সুলভ মূল্যেই তা ছাড়া হচ্ছে তাদের কাছে যাদের বয়স ৬০ বা এর বেশি৷ এছাড়া সেই টিকিটের সুবাদে প্রতিদিন সন্ধ্যা সাতটার পর, সপ্তাহান্তে এবং অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতে যে কোন বৃদ্ধ বা বৃদ্ধা ১৪ বছরের বেশি বয়সের একজন অথবা ৬ বছর পর্যন্ত বয়সের তিন জন শিশুসহ ভ্রমণ করতে পারবে৷ ১৪ বছরের বেশি বয়সের যে সঙ্গে থাকবে তার সঙ্গে একটি সাইকেল থাকলেও সমস্যা নেই - আলাদা করে কোন টিকিট কিনতে হবে না৷

বয়োবৃদ্ধ মানুষদের এই সুযোগ সুবিধা দেয়া হচ্ছে যাতে করে নিশ্চিন্ত মনে তারা স্বচ্ছন্দে চলাফেরা করতে পারেন৷ বলা প্রয়োজন, ইউরোপের প্রায় প্রতিটি দেশেই দেখা যায় বৃদ্ধ-বৃদ্ধা একা থাকেন, প্রতিদিনের বাজার-কেনাকাটা তাদের নিজেদেরই করতে হয়৷ বৃদ্ধ বয়সে যখন তখন টিকিট কাটার ঝামেলা থেকে তারা পেলেন মুক্তি৷

Familie mit Mann im Rollstuhl
হুইল চেয়ারে যারা চলাফেরা করেন, তারাও বাসে ভ্রমণ করবেন স্বচ্ছন্দ্য

এ্যাক্টিভ সিক্সটির মতই আরো একটি টিকিটের ব্যবস্থা করেছে এস ডাব্লিউ বি৷ তবে তা ক লেজ বা বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের জন্য৷ তাদের নিয়মিত গ্রাহক হতে হবে এস ডাব্লিউ বি- র৷ এর ফলে যে সুবিধা তারা পাবে তা হল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঐ একটি টিকিটেই নিয়মিত বাড়ি ফেরা৷ এই টিকিটের নাম দেয়া হয়েছে স্টার্টার টিকিট৷ এই টিকিটের মেয়াদ এক বছর৷ যে ছাত্র বা ছাত্রী এই টিকিটের মাধ্যমে সেবা গ্রহণ করতে চাচ্ছে তাকে অন্তত পুরো একটি বছর পড়াশোনার সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে৷ কারণ একজন ছাত্র বা ছাত্রী স্টার্টার টিকিট পাবার যোগ্য তা লিখিতভাবে বিশ্ববিদ্যালয়কে জানাতে হবে৷

শুরুতেই বলা হয়েছে ৪৪টি বাস রুটে চলছে ২৪৯ টি বাস৷ এর সঙ্গে রয়েছে নাইট বাস৷ প্রতিটি বাসে রয়েছে অন্তত ৮০ থেকে ১০০ জন যাত্রীর জন্য স্থান৷ বসার সিট এবং দাঁড়ানোর ব্যবস্থা মিলিয়ে৷ খুব সকালে বিশেষ করে স্কুল শুরু এবং ছুটির সময় যাত্রীর সংখ্যা ছাড়িয়ে যায় একশোরও বেশি৷ আবহাওয়া খারাপ থাকলেও একই অবস্থা৷ সম্প্রতি তীব্র শীত এবং তুষারপাতের মুখোমুখি হয়েছিল গোটা ইউরোপ৷ সে সময় বাস, ট্রাম এবং ট্রেন যাত্রীদের সংখ্যা তুলনামূলকভাবে ছিল অনেক বেশি৷ কোন সমস্যা হয় নি৷ বরং নির্বিঘ্নে যাত্রীদের সেবা দিয়েছে এস ডাব্লিউ বি কর্তৃপক্ষ৷

প্রতিবেদক: মারিনা জোয়ারদার

সম্পাদক: আবদুল্লাহ আল-ফারূক