1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্যার আশঙ্কা, ৭ নদীর পানি বিপদসীমার ওপরে

১৩ সেপ্টেম্বর ২০১০

বাংলাদেশের ৭টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বাংলানিউজ২৪ডটকম৷ এর মধ্যে রয়েছে ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা ও মেঘনা নদী৷ আগামী দুই দিনে পানি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে৷

https://p.dw.com/p/PAX0
বাংলাদেশের বন্যা (ফাইল ছবি)ছবি: picture-alliance/ dpa

এদিকে বিডিনিউজ২৪ডটকম বলছে, মেঘনা নদীর পানি বেড়ে যাওয়ায় প্রবল জোয়ারে ভোলার দৌলতখান উপজেলা শহররক্ষা বাধ ভেঙে গেছে৷ ফলে নয়টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ২০ হাজার মানুষ৷ এছাড়া ভেসে গেছে ২০টি মাছের ঘের, পাঁচটি পানের বরজ ও শতাধিক হেক্টর ফসলি জমি৷ আর পানিতে তলিয়ে গেছে চারটি শিক্ষা প্রতিষ্ঠান৷ প্লাবনের শিকার একজন বলেছেন, পানিবন্দি হয়ে পড়লেও সরকার তাদের জন্য কিছুই করছে না৷

ঈদের ছুটির পর আজ সোমবার অফিস আদালত খুলছে৷ ঈদের আনন্দ শেষে আবারও কর্মব্যস্ত হয়ে উঠতে হবে সবাইকে৷ ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে যারা ঢাকা ছেড়েছিলেন তারা ফিরে আসতে শুরু করেছেন৷ এদিকে আজ প্রথমদিনেই মন্ত্রিসভা বৈঠকে বসছে বলে জানিয়েছে বাংলানিউজ৷ আর এ বৈঠকে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে তোপের মুখে পড়তে পারেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং প্রতিমন্ত্রী৷ এমনটাই আভাস দিচ্ছে অনলাইন সংবাদ সংস্থাটি৷ এক মাস আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান ও সহকারী শিক্ষক পদে ৩২ হাজার ৫৬৪ জনকে নিয়োগ দেয়া হয়েছে৷ কিন্তু এক্ষেত্রে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাংসদদের দেয়া ডিও লেটারকে পাস কাটানো হয়েছে বলে তাঁরা ক্ষুব্ধ হয়ে রয়েছেন৷ বিষয়টি তাঁরা প্রধানমন্ত্রীকেও জানিয়েছেন৷ তাঁরা বলছেন এর ফলে এলাকায় তাঁদের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে৷ এছাড়া ঐ বৈঠকে অ্যানথ্রাক্সের সবশেষ পরিস্থিতি নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছে বাংলানিউজ৷

বাংলানিউজ বলছে যুদ্ধাপরাধের তদন্তের বিষয়টি আরও গুরুত্ব দিতে সরকার একটি জ্যেষ্ঠ সমন্বয়কের পদ সৃষ্টির বিবেচনা করছে৷ এবং এ পদে পুলিশের অতিরিক্ত আইজি ফণীভূষণ চৌধুরীকে নিয়োগ দেয়া হচ্ছে বলেও জানিয়েছে বাংলানিউজ৷ তারা বলছে, পুলিশের আইজি পদে নিয়োগের কথা বলে সম্প্রতি ফণীভূষণকে জাতিসংঘের সদর দপ্তর থেকে দেশে ফিরিয়ে আনা হয়৷ কিন্তু পরে ঐ পদে অন্য একজনকে নিয়োগ দেয়ায় ফণীভূষণ ছুটির আবেদন করেছিলেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়