1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বনের আগুনে পুড়ছে বাড়ি

১৮ জানুয়ারি ২০১৩

অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের বনাঞ্চলে আবারো নতুন করে আগুন লেগেছে৷ আগুনের লেলিহান শিখা বন সংলগ্ন ঘরবাড়িও জ্বালিয়ে দিচ্ছে৷ স্থানীয় অগ্নিনির্বাপক কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে যে, ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন তাঁরা৷

https://p.dw.com/p/17N2I
Wearing protective clothing a fire fighter is almost surrounded by red hot flames as he protests a property being impacted by the Dean's Gully fire near the town of Wandandian south of Nowra, New South Wales Jan. 8, 2013. No properties have been lost in the Dean's Gully fire, apart from some farm sheds, which continues to burn out of control. But the whole south east region of the country is on the highest alert -- 'catastrophic' EPA/DEAN LEWINS AUSTRALIA AND NEW ZEALAND OUT
ছবি: picture-alliance/dpa

সিডনিতে তাপমাত্রা রেকর্ড ছুয়েছে৷ শুক্রবার সেখানকার তাপমাত্রা ৪৫ দশমিক আট ডিগ্রিতে পৌঁছায়৷ এটা স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা৷ গরমের তীব্রতা বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন৷ সিডিনির অ্যাম্বুলেন্স বিষয়ক কর্মকর্তা ইয়ান জনস এই বিষয়ে বলেন, ‘‘জনগণ গরমের তীব্রতাকে অবমূল্যায়ন করছে, আর নিজেদের ক্ষমতা সম্পর্কে বেশি মূল্যায়ন করছে৷ বিশেষ করে তরুণ এবং ফিট অস্ট্রেলীয়দের মধ্যে এই প্রবণতা বেশি৷'' অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসিকে একথা বলেন তিনি৷

People gather on Bondi Beach and in the water in Sydney, Australia, Friday, Jan. 18, 2013, as temperatures soar to over 45 degrees Celsius (113 Fahrenheit). High temperatures are contributing to severe conditions for wildfires burning in Australia's eastern states. (Foto:Rick Rycroft/AP/dapd)
সিডনিতে তাপমাত্রা রেকর্ড ছুয়েছে৷ শুক্রবার সেখানকার তাপমাত্রা ৪৫ দশমিক আট ডিগ্রিতে পৌঁছায়ছবি: AP

এদিকে, দাবানলের তীব্রতায় এক ব্যক্তির মৃত্যুর খবর জানিয়েছে জার্মান বার্তাসংস্থা ডিপিএ৷ একটি পুড়ে যাওয়া গাড়ির মধ্যে থেকে এই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়৷ অস্ট্রেলিয়ায় দুই সপ্তাহের দাবানল বিষয়ক সতর্কতার মাঝেই প্রাণহানির এই ঘটনা ঘটলো৷ ভিক্টোরিয়ার অগ্নিনির্বাপক কর্তৃপক্ষ ইতিমধ্যে এই প্রাণহানির কথা নিশ্চিত করেছে৷ এছাড়া গত সপ্তাহে টাসমেনিয়ায় এক উদ্ধারকর্মী মারা গেছেন৷ ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রাণ হারান তিনি৷

সিয়াটন এবং হাইফিল্ডের পাঁচটি বাড়িও আগুনে পুড়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷ বার্তাসংস্থা এএপিকে পিটিকা হবসন নামক এক ব্যক্তি তাঁর বাড়ি পুড়ে যাওয়ার বিষয়ে বলেন, ‘‘আমরা আমাদের সন্তানের কাছ থেকে একটি টেক্সট ম্যাসেজ পাই৷ ও আমাদের বাড়ি পুড়ে যাওয়ার কথা জানিয়েছে৷''

তিনি বলেন, ‘‘বাড়ি হারানোর বিষয়টি অত্যন্ত কষ্টের৷ আমি এখন আর সেই বাড়িতে ফিরতে পারবো না, যেখানে আমি বড় হয়েছি৷''

নিউ সাউথ ওয়লসের পরিস্থিতিও উদ্বেগজনক৷ সেখানকার অগ্নিনির্বাপক কর্তৃপক্ষ সবাইকে সতর্ক করে দিয়ে বলেছে, সপ্তাহান্তে পরিস্থিতি খারাপ হতে পারে৷ ইতিমধ্যে কোনাবেরব্রানে ৩৩টি বাড়ি বনের আগুনে পুড়ে গেছে৷ সেখানকার ৯৫টি জায়গায় এখনো আগুন জ্বলছে, যার মধ্যে ১৪টির আগুন নেভানোর কেন উদ্যোগ এখনো নেওয়া হয়নি৷

উল্লেখ্য, দশ বছর আগে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় দাবানলে বড় ধরনের ক্ষতি হয়েছিল৷ তখন ৫০০ বাড়ি পুড়ে ছাই হয়ে যায় এবং প্রাণ হারায় চার ব্যক্তি৷ সেই ঘটনার পর চলতি বছর আবারো অস্ট্রেলিয়ায় দাবানল ক্রমশ তীব্র আকার ধারণ করছে৷

এআই/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য