1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বহুল প্রচলিত শব্দ: ‘সেল্ফি’

২০ নভেম্বর ২০১৩

অক্সফোর্ড ডিকশনারিজ-এর নির্বাচিত ২০১৩ সালের ‘ওয়ার্ড অফ দ্য ইয়ার’ হলো ‘সেল্ফি’, যার অর্থ: স্মার্টফোনে তোলা নিজের ফটো৷ গত ১২ মাসে এ শব্দটির ব্যবহার বেড়েছে ১৭০ গুণ, জানিয়েছেন অভিধানটির সম্পাদকরা।

https://p.dw.com/p/1AKjo
PICTURE POSED BY MODEL. A man reads a copy of the Oxford Dictionary of English, 14.03.2007. Foto: Ian Nicholson +++(c) dpa - Report+++
ছবি: picture alliance/dpa

অক্সফোর্ড ডিকশনারির সংজ্ঞা অনুযায়ী ‘সেল্ফি' বলতে বোঝায় ‘‘স্মার্টফোন কিংবা ওয়েবক্যাম দিয়ে তোলা নিজের ছবি, যা পরে কোনো সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে আপলোড করা হয়েছে''৷ শব্দটি দৃশ্যত প্রথম ব্যবহার করা হয় ২০০২ সালে, অস্ট্রেলিয়ার একটি অনলাইন ফোরামে৷ হ্যাশট্যাগ সেল্ফি প্রথম পাওয়া যায় ২০০৪ সালে, একটি ফটো-শেয়ারিং ওয়েবসাইটে৷ তবে সেল্ফি শব্দটি ব্যাপক জনপ্রিয়তা পায় ২০১২ সালে৷ ২০১৩ সালে সোশ্যাল মিডিয়ার এই ‘বাজ্ওয়ার্ড'-টি মূল ইংরেজি শব্দভাণ্ডারে ঢুকে পড়ে৷

Oxford Dictionary of National Biography

এবছর ‘ওয়ার্ড অফ দ্য ইয়ার'-এর সংক্ষিপ্ত তালিকায় আর যে শব্দগুলি ছিল, সেগুলি হলো: ‘বেডরুম ট্যাক্স' (ব্রিটিশ ওয়েলফেয়ার নীতির বিরোধীদের ব্যঙ্গাত্মক সৃষ্টি); ‘বিঞ্জ্-ওয়াচ' (কোনো টেলিভিশন সিরিয়ালের পর পর একাধিক এপিসোড দেখা); ‘বিটকয়েন' (ডিজিটাল মুদ্রা); ‘ওলিঙ্গিতো' (দক্ষিণ অ্যামেরিকার স্তন্যপায়ী প্রাণী); ‘স্মিট' (সিন্থেটিক মিট বা কৃত্রিম মাংস); ‘শো'রুমিং' (দোকানে গিয়ে কোনো পণ্য দেখেশুনে পরে সেটা অনলাইনে অর্ডার দেওয়া); এবং সবশেষে ‘টোয়ের্ক', যা কিনা এক ধরনের যৌন আবেদনমূলক নাচ, মার্কিন পপ-গায়িকা মাইলি সাইরাস গত আগস্ট মাসে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে যে নাচটি নেচে সমালোচনার সম্মুখীন হয়েছেন৷

বলতে কি, অক্সফোর্ড সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের জন্য দু'টি পৃথক ওয়ার্ড অফ দ্য ইয়ার নির্বাচন করে থাকে৷ কিন্তু সেল্ফি শব্দটি অতলান্তিকের দু'পারেই এতো জনপ্রিয় হয়ে উঠেছে যে, অক্সফোর্ড একটিতেই ক্ষান্ত থেকেছে: সেল্ফি৷ যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা দেশের ‘ফার্স্ট ডগ' বো-র সঙ্গে সেল্ফি তুলেছেন; হিলারি ক্লিন্টন সেল্ফি তুলেছেন তাঁর মেয়ে চেলসিকে সঙ্গে নিয়ে৷

সেল্ফি ইতিমধ্যেই অক্সফোর্ড ডিকশনারির অনলাইন সংস্করণে যুক্ত হয়েছে এবং মূল শব্দকোষে সংযোজিত হবার বিবেচনায় রয়েছে৷ এই প্রসঙ্গে মনে করা যেতে পারে: ২০০৯ সালের ওয়ার্ড অফ দ্য ইয়ার ছিল ‘আনফ্রেন্ড'; ২০০৮ সালে ‘ক্রেডিট ক্রাঞ্চ' এবং ২০০৭ সালে ‘কার্বন ফুটপ্রিন্ট'৷ অর্থাৎ রাজনীতি, অর্থনীতি এবং সমাজের নানা ঘটনাবলী ও প্রবণতার প্রবাহ থেকেই শব্দগুলো বেরিয়ে আসে ও প্রতীকী গুরুত্ব ধারণ করে৷

এসি/জেডএইচ (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য