1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামি মহিউদ্দিনের দুই ছেলে গ্রেফতার

২৭ অক্টোবর ২০০৯

সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসের উপর বোমা হামলার মামলায় এবার গ্রেফতার হয়েছেন বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত লে. কর্ণেল মহিউদ্দিনের দুই ছেলে নাজমুল হাসান ও মাহবুবুল হাসান৷

https://p.dw.com/p/KGfa
বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারকার্য চলছে (ফাইল ফটো)ছবি: picture-alliance / dpa

মঙ্গলবার ভোরে রাজধানীর আশকোনার বাসা থেকে তাদের গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ৷ মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোহাম্মদ ওয়ালিদ হোসেন জানান, তাপসের উপর বোমা হামলার ঘটনায় তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে৷

গ্রেফতারের পর বিকেলে নাজমুল ও মাহবুবুলকে অতিরিক্ত মূখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়৷ তাদের জিজ্ঞাবাদের জন্য ৫ দিনের পুলিশ রিমান্ডে নেয় হয়েছে৷ রাষ্ট্রপক্ষের আইনজীবী এহসানুল হক জানান, তাদের জিজ্ঞাসাবাদে তাপসের উপর হামলার ব্যাপারে আরো তথ্য পাওয়া যাবে৷

তাপসকে হত্যা চেষ্টার মামলায় এরআগে গ্রেফতার হয়েছেন বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী কর্ণেল রশিদের মেয়ে মেহনাজ এবং মেজর ডালিমের ভাই স্বপন৷ এছাড়া ফ্রিডম পার্টির দু'জন নেতাকেও গ্রেফতার করা হয়েছে৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আবদুস সাত্তার