1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রাখার প্রত্যয়

১৫ আগস্ট ২০১০

১৫ই আগষ্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন দেশের সবশ্রেণীর মানুষ৷ শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী৷

https://p.dw.com/p/OoGv
Bangladesh, Mujibur, Rahman, Sheikh Hasina Wazed, বাংলাদেশ, বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান
বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (ফাইল ছবি)ছবি: picture-alliance / dpa

স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, বঙ্গবন্ধুর পলাতক ঘাতকদের ফিরিয়ে আনতে সব উদ্যোগ নিয়েছে সরকার৷

'৭৫-এর ১৫ই আগষ্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ঘাতকরা৷ ঐ রাতে তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকেই হত্যা করা হয়৷ দেশের বাইরে থাকায় বেঁচে যান তাঁর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা৷

বিশ্লষকরা মনে করেন, একাত্তরের পরাজিত শক্তির সঙ্গে এই হত্যাকাণ্ডের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল৷ কুটনীতিক ফারুক চৌধুরী বলেন, আন্তর্জাতিক চক্র জড়িত না থাকলে বঙ্গবন্ধুর ঘাতকরা বিদেশে আশ্রয় পেতনা৷ এমনকি তারা এখনো বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে৷

বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর ড. কামাল হোসেন বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর আদর্শকে হত্যা করা সম্ভব নয়৷ ঘাতকরা এটা বুঝতে পারেনি৷ তাই ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবসে দেশের সাধারণ মানুষ, তরুণ-যুবা বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন৷

রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী-বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভোরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান৷ তাঁদের শ্রদ্ধা নিবেদনের পর শ্রদ্ধা জানান, দলের সর্বস্তরের নেতাকর্মি এবং সাধারণ মানুষ৷ সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশারাফুল ইসলাম জানান, মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক ৬ আসামিকে দেশে ফেরত আনার সব ব্যবস্থা নিয়েছে সরকার৷ তবে তারা বিদেশে থাকায় কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হচ্ছে৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া যান ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদনের পর৷ টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত আছেন বঙ্গবন্ধু৷ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন বঙ্গবন্ধু কন্যা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য