1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বখাটের দায়ের কোপে আহত সুমা রক্ত চান

৭ ডিসেম্বর ২০১০

বাংলাদেশি পতাকাবাহী জাহাজ পড়লো সোমালি জলদস্যুদের খপ্পরে৷ রয়েছে শিক্ষানীতি বাতিলের দাবিতে আন্দোলনের খবর৷ সুমাকে বাঁচাতে এবি পজিটিভ রক্তের আহ্বান৷ আর প্রধানমন্ত্রীর বিশেষ লেখা৷

https://p.dw.com/p/QR9I
বখাটেদের উৎপাতে তরুণীরা ঘরের কোন আশ্রয় নিতে বাধ্য হচ্ছে (ফাইল ফটো)ছবি: picture-alliance/dpa

বাংলাদেশি জাহাজ জলদস্যুর খপ্পরে

‘জাহাজটিকে আস্তানায় নিয়ে যাচ্ছে জলদস্যুরা' - দৈনিক সমকালের শিরোনাম এটি৷ বাংলাদেশি পতাকাবাহী একটি জাহাজ সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছে৷ আরব সাগর থেকে ছিনতাই করা জাহাজটিকে কয়েকশো মাইল চালিয়ে সোমালিয়ার উপকূলের দিকে নিয়ে যাচ্ছে দস্যুরা৷ জাহাজটিতে ২৬ জন বাংলাদেশি নাবিক ও ক্রু রয়েছেন৷ সরকার এটিকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালালেও আন্তর্জাতিক কোন উদ্যোগ এখনো চোখে পড়েনি৷ তবে জাহাজটির মালিক সংস্থা যেকোন মূল্যে নাবিকদের উদ্ধারের ঘোষণা দিয়েছেন৷ একই বিষয়ে দৈনিক ইত্তেফাক জানাচ্ছে, ‘নাবিকদের নিয়ে উৎকন্ঠা'৷ এই প্রথম বাংলাদেশের কোন বাণিজ্যিক জাহাজ জলদস্যুদের কবলে পড়ল৷ তবে জলদস্যুরা এখন পর্যন্ত কোন মুক্তিপণ দাবি করেনি৷ নাবিকরাও সুস্থ আছেন বলে ধারণা করছে বাংলাদেশি কর্তৃপক্ষ৷

ওলামা মাশায়েখ পরিষদের আন্দোলন

প্রথম আলোসহ কয়েকটি দৈনিক দিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘বিকেলে হরতাল ডেকে সন্ধ্যায় পিছুটান'৷ শিক্ষানীতি বাতিলের দাবিতে জাতীয় সংসদের স্পীকারের কাছে স্মারকলিপি প্রদান করতে চেয়েছিল সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ৷ পুলিশ এতে বাধা দিলে ২৬ ডিসেম্বর হরতাল আহ্বান করে সংগঠনটি৷ পরে অবশ্য এই হরতাল বাতিলও করেছে তারা৷ একই বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানাচ্ছে, ‘হরতালের হুমকি উলামা পরিষদের'৷

শেখ হাসিনার বিশেষ লেখা

‘সবুজ মাঠ পেরিয়ে' শিরোনামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিশেষ লেখা প্রকাশ করেছে কয়েকটি দৈনিক৷ এতে তিনি তত্ত্বাবধায়ক সরকারের আমলে সাবজেলের বন্দি জীবনের বিভিন্ন তথ্য প্রকাশ করেছেন৷ সেইসঙ্গে নির্বাচনে জয়ের পর গণভবনে ফিরে আসার নানা স্মৃতিও তুলে ধরেছেন তিনি৷ এখানে লক্ষণীয় হচ্ছে, হাসিনাকে বন্দি রাখা সাবজেল আর গণভবনের মধ্যে দূরত্ব খুব বেশি নয়৷ ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে শেখ হাসিনার আবাসনেও তাই পরিবর্তন হয়েছে৷

সুমাকে বাঁচাতে রক্তের প্রয়োজন

‘আমিই কুপিয়েছি সুমাকে', দাবি করেছেন সুমার প্রেমিক বখাটে মহসিন৷ দিনকয়েক আগে বরগুনায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সুমাকে দা দিয়ে কোপায় মহসিন৷ এতে সুমার ডান পা অনেকখানি কেটে গেছে৷ হাতেও চোট লেগেছে তাঁর৷ বর্তমানে এবি পজিটিভ রক্তের অভাবে চিকিৎসা ব্যাহত হচ্ছে সুমার৷ ফলে ঢাকার ট্রমা সেন্টারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি৷ দৈনিক সমকাল দিয়েছে এই খবর৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম