1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রায় পেছানোর প্রতিক্রিয়া

২৪ জুন ২০১৪

জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে করা মামলার রায় ঘোষণা অপেক্ষমান রেখেছে ট্রাইব্যুনাল৷ কারা কর্তৃপক্ষ নিজামীর অসুস্থতার কারণ জানিয়ে চিঠি দিলে এই সিদ্ধান্ত নেয়া হয়৷

https://p.dw.com/p/1CPHi
ছবি: picture alliance/AP Photo

এ প্রসঙ্গে অনন্য আজাদ ফেসবুকে লিখেছেন, ‘‘আজ রাজাকার নিজামীর রায় ঘোষণার কথা থাকলেও অসুস্থতার অজুহাত দেখিয়ে রায় দেয়া হয়নি৷ চাঞ্চল্যকর বিষয় হলো, রাজাকার নিজামী আজ অসুস্থ হবে এমন তথ্য জামায়াতে ইসলামীর কাছে ছিল৷ এ জন্যেই তারা হরতালের ডাক দেয়নি৷ নাটক যেহেতু রচনা করবেন, একটু গুছিয়ে করাই উচিত৷''

এছাড়া দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দেয়া রায় প্রসঙ্গে তিনি বলেন, ‘‘রাজাকার-দেশদ্রোহী দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রতি ট্রাইব্যুনাল তথা সরকারের যে পরিমাণ ভালোবাসা-শ্রদ্ধাবোধ-রক্ষণাবেক্ষণ দেখে প্রায় সময়ই আমি আত্মহত্যা করি৷ ২০১৩ সালের ২৮শে ফেব্রুয়ারি রাজাকার দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষিত হলেও প্রায় ১ বছর ৪ মাস অতিবাহিত হওয়ার পরও ট্রাইব্যুনাল তথা সরকার কোনো কার্যকরি ভূমিকা পালন করছে না৷ এটি দুঃখজনক নয়, লজ্জাজনক৷''

আতিকুর রহমান রায় পেছানো প্রসঙ্গে সবাইকে কয়েকটি তথ্য নিয়ে ভাববার অনুরোধ করেছেন৷ এগুলো হলো, ‘‘এক, এ নিয়ে তিনবার রায়ের অপেক্ষার তালিকায় গেল নিজামীর রায়৷ দুই, যখনই রায় ঘোষণার দিন আসে জামায়াত হরতাল ডাকে৷ অথচ তাদের আমীরের রায়ের দিন হরতাল ডাকেনি৷ তিন, রায়ের আগের দিন রাতে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষে লিপ্ত হয় জামাত-শিবির৷ এবার চুপ ছিলো৷ চার, অনেক দিন ধরেই কোনো রায় হচ্ছে না৷ প্রসিকিউটরদের মধ্যে কোন্দল সবার জানা৷ আওয়ামী লীগ ছাড়া অন্য প্রসিকিউটরদের সরিয়ে দেয়া হবে এমন বক্তব্যও শুনেছি৷ ছয়, যাদের আন্দোলনের ফল যুদ্ধাপরাধীর ফাঁসি নিশ্চিত হলো সেই গণজাগরণ মঞ্চ এখন সরকারের শত্রু৷ তাদের কর্মসূচিতে পুলিশ এখন বাধা দেয়৷ সাত, জয়পুরহাটে খালেদা জিয়ার সমাবেশে জামাত-শিবিরের সরব উপস্থিতি ছিলো না বললেই চলে৷ আট, জামায়াত নিষিদ্ধ এখন সম্ভব নয় – আইনমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মন্তব্য৷''

এদিকে সামহয়্যার ইন ব্লগ তাদের প্রথম পাতায় ‘শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীদের কীর্তিকলাপের সংক্ষিপ্ত বর্ণনা (মতিউর রহমান নিজামী) - রিপোষ্ট' শীর্ষক একটি পোস্ট একেবারে উপরে নির্দিষ্ট করে রেখেছে৷

টুডে ব্লগে পুস্পিতার পোস্টের শিরোনাম ‘‘ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সফরকে সামনে রেখে আওয়ামী ষড়যন্ত্রে জামায়াত পা না দেয়ায় আজ নিজামীর রায় ঘোষণা স্থগিত?'' তিনি লিখেছেন, ‘‘...ভারতীয় নতুন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসার আগের দিনই জামায়াত আমীরের তথাকথিত যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণার দিন ধার্য করে আওয়ামী লীগ৷ উদ্দেশ্য একটি, অন্যান্যবারের মতো জামায়াত রায়ের দিন হরতাল ডাকবে, রায়ের পরও হরতাল থাকবে, স্বাভাবিকভাবে সারাদেশে চরম প্রতিক্রিয়া দেখাবে৷ প্রতিক্রিয়া দেখাবে অবৈধ রায়ের বিরুদ্ধে আর হাসিনা বিজেপি সরকারকে বুঝাতে চাইবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সফরে আসায় এই ধরনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত৷ বোঝাতে চাইবে জামায়াত জঙ্গি, সন্ত্রাসী এবং তাদের ঠেকানোর জন্য আওয়ামী লীগকে বিজেপিরও সমর্থন করা দরকার!

‘‘কিন্তু জামায়াত আওয়ামী লীগের সেই স্থূল টেকনিক বুঝতে পেরে কোনো ধরনের হরতাল ঘোষণা এমনকি কোনো বিবৃতিও দেয়নি এবং রায় পরবর্তী বিশেষ করে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে থাকা পর্যন্ত কোনো কর্মসূচি দেয়া হবে না বলে বুঝা যাচ্ছিল৷ ফলশ্রুতিতে হাসিনা আবারও দিশেহারা, নিজামীর রায় ঘোষণা স্থগিত!''

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য