ফেসবুকে এক লাখ ছাড়িয়ে গেল ডিডাব্লিউ বাংলা | ডিডাব্লিউ'কে জানুন | DW | 26.08.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

ডিডাব্লিউ'কে জানুন

ফেসবুকে এক লাখ ছাড়িয়ে গেল ডিডাব্লিউ বাংলা

২৫, ৫০ বা ৯০ হাজার নয়, মাত্র কয়েক মাসের মধ্যেই ডয়চে ভেলে বাংলার ফেসবুক বন্ধুর সংখ্যা ছাড়িয়েছে এক লাখের ঘর৷ তাই দারুণ খুশি বাংলা বিভাগের কর্মীরা৷ এর পেছনে তাঁদের নিরলস প্রয়াস তো ছিলই, ছিল আপনাদের অফুরন্ত ভালোবাসাও৷

ডয়চে ভেলের সঙ্গে থাকার জন্য বন্ধুদের তাই বাংলা বিভাগের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর আনন্দঘন শুভেচ্ছা৷

আসলে আমাদের জন্য এটা সত্যিই খুব গৌরবের বিষয়৷ গত এপ্রিল মাস থেকে বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান ‘অন্বেষণ' টেলিভিশনের পর্দায় তুলে এনেছে ডয়চে ভেলে৷ বাংলাদেশের অন্যতম বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশন বা ইটিভি-তে এ অনুষ্ঠান প্রচার করা হচ্ছে প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায়, রবিবার রাত দেড়টা এবং বিকেল সাড়ে তিনটায়৷

‘অন্বেষণ'-এর যাত্রা শুরুর সময় বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আলব্রেশট কনসে বলেছিলেন, ‘‘এ অনুষ্ঠান জার্মানির নতুন বৈজ্ঞানিক উদ্ভাবন ও প্রযুক্তির সাথে বাংলাদেশের মানুষের পরিচয় ঘটিয়ে দেবে৷'' হয়েছেও ঠিক তাই৷ ‘অন্বেষণ' নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালামও৷

তবে শুধু এই সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠানই নয়, বিজ্ঞান-প্রযুক্তি-পরিবেশ নিয়ে ‘অন্বেষণ'-এর আলাদা একটি পাতা তৈরি করেছে বাংলা বিভাগ৷ সেখানে থাকছে পুরো অনুষ্ঠান এবং অনুষ্ঠানের বিষয়গুলি নিয়ে বিস্তারিত প্রতিবেদন ও লিংক৷ ফেসবুকে ‘অন্বেষণ'-কে আরো জনপ্রিয় করতে চালু করা হয়েছে অনুষ্ঠানের হ্যাশট্যাগ: ইংরেজিতে #onneshon, বাংলায় #অন্বেষণ৷

এখানেই কিন্তু শেষ নয়৷ ‘ইউটিউব'-এও এসে গেছে ডিডাব্লিউ-র বাংলা বিভাগ, যেখানে রয়েছে বিভিন্ন ভিডিও প্রতিবেদন ও সাক্ষাৎকার৷

ইউটিউবে গোটা ‘অন্বেষণ' না থাকলেও ‘মিডিয়া সেন্টার'-এ রয়েছে৷ ভিডিও প্রতিবেদন, অডিও সাক্ষাৎকার এবং বিভিন্ন ছবিঘর ইত্যাদি মাল্টিমিডিয়াভিত্তিক কন্টেন্ট সহজে প্রদর্শনের জন্য সম্প্রতি এই ‘মিডিয়া সেন্টার'-টি চালু করেছে ডয়চে ভেলে৷ সেখানে দৃক'এর সহায়তায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন সমস্যা নিয়ে তৈরি ভিডিও পাওয়া যাচ্ছে ‘বাংলার মুখ' বিভাগে৷

‘অন্বেষণ' মোবাইলে ডাউনলোড করে দেখতে আগ্রহী বহু দর্শক৷ তাই তাঁদের জন্য চালু হয়েছে ভিডিও আরএসএসফিড৷ স্মার্টফোনে থাকা পডকাস্ট অ্যাপ-এ এই আরএসএস লিংক সেটআপ করতে হবে৷ আর একবার লিংক যোগ করার পর ডিডাব্লিউ-র অনুষ্ঠান নিয়মিত পৌঁছে যাবে আপনার মোবাইলে৷ এছাড়া ডেস্কটপ, ল্যাপটপ কিংবা ট্যাবলেটেও ব্যবহার করা যাবে এই ফিড৷

আরো আছে৷ ফেসবুকেই ‘অন্বেষণ' সংক্রান্ত একটি ধাঁধা প্রতিযোগিতা চালু করা হয়েছে৷ পুরস্কার – পাঁচটি স্যামসাং ক্রোমবুক ল্যাপটপ৷ এই কুইজের জন্য অ্যাপ তৈরি করা হয়েছে৷ বাংলা বিভাগের ফেসবুক পাতার কভার ছবির নীচে কুইজ সংক্রান্ত ট্যাব পাওয়া যাবে৷ আর এই ট্যাবের মধ্যেই রয়েছে প্রশ্ন, যার উত্তর দিতে হবে সেখানেই৷ তবে শুধুমাত্র ডয়চে ভেলের ফেসবুক পাতার ‘ফলোয়ার' বা অনুসারীরা অন্বেষণ-কুইজে অংশ নিতে পারবেন৷ কুইজ অ্যাপের সরাসরি লিংক: https://www.facebook.com/dwbengali/app_157653357617719

ডয়চে ভেলের এই কুইজ প্রতিযোগিতায় মুঠোফোন ব্যবহার করেও অংশ নেওয়া সম্ভব৷ এর জন্য ক্লিক করুন এই লিংকে: s.fanactivator.com/onneshon

তবে বন্ধুরা, এত প্রচেষ্টার পাশাপাশি আমাদের কিন্তু আপনাদের আরো সহযোগিতা চাই, চাই বন্ধুতা আর ফেসবুকে আরো অনেক অনেক ‘লাইক'৷

ডিডাব্লিউ বাংলা বিভাগ