1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফর্মুলা ওয়ান

১৫ মার্চ ২০১৩

শুক্রবার অস্ট্রেলিয়ান গ্রঁ প্রি’র প্র্যাকটিস সেশনে দাপট দেখালেন গত তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির সেবাস্টিয়ান ফেটেল৷ তাঁর ‘ক্ষুধার্ত হাইডি’ গাড়ি মেলবোর্নের সার্কিটে সেরা সময় করল৷

https://p.dw.com/p/17yMo
ছবি: Reuters

২৫ দশমিক ৯০৮ সেকেন্ড৷ এই সংখ্যাটা দিয়েই শুরু হল নতুন ফর্মুলা ওয়ান মরশুম, বলা চলে৷ তাঁর রেড বুল গাড়ির নাম জার্মান কায়দায় হাংরি হাইডি রেখেছেন ফেটেল নিজে৷ দ্বিতীয় সেশন শেষ হবার আধ ঘণ্টা আগে ক্ষুধার্ত হাইডি সার্কিটটা এক চক্কর ঘুরে এলো ঐ ২৫ দশমিক ৯০৮ সেকেন্ডে, বাকি সব গাড়ি এবং চালকদের চেয়ে কম সময়ে৷

প্র্যাকটিস সেসনে দ্বিতীয় স্থানেও একটি রেড বুল গাড়ি, যার চালক ফেটেলের দলীয় সতীর্থ মার্ক ওয়েবার, যে আবার অস্ট্রেলিয়ার বাসিন্দা৷ তৃতীয় নিকো রসব্যার্গ দুই হিসাবে জার্মান: তিনি নিজে জার্মান এবং তাঁর গাড়ি হল মার্সিডিজ৷ কিন্তু মার্সিডিজের সব মিলিয়ে দিনটা ভালো কাটেনি৷ প্রথমে রসব্যার্গের টিমমেট লিউয়িস হ্যামিল্টন তাঁর গাড়ি নিয়ে নুড়িপাথরের ওপর দিয়ে দেয়ালে গিয়ে ধাক্কা মারেন. তার কিছু পরেই রসবের্গের নিজের গাড়ি স্রেফ থেমে যায়৷

সময়ের হিসেবে চতুর্থ ও পঞ্চম ছিলেন কিমি রাইক্কোনেন এবং রোম্যাঁ গ্রোসজঁ৷ ফেটেলের সবচেয়ে বড় প্রতিযোগী ফের্নান্দো আলন্সো ও আলন্সোর দলীয় সতীর্থ ফেলিপে মাসা ষষ্ঠ এবং অষ্টম, যা'তে ফেরারির বিশেষ খুশি হওয়ার কথা নয়৷ দু'জনের মাঝখানে আবার লিউয়িস হ্যামিল্টন৷ নবম স্থানে ফোর্স ইন্ডিয়ার জার্মান ড্রাইভার আড্রিয়ান সুটিল৷

সব মিলিয়ে এটা বলা চলে যে, রেড বুলের সঙ্গে অন্যান্য টিমগুলির গুণ- এবং গতিগত পার্থক্য কমেছে, বলে যে সব পণ্ডিতরা ভবিষ্যদ্বাণী করছিলেন, তারা একটু হতাশ হলেন৷

এসি / এসবি (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য