1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবল তারকা কেনাবেচায় ইংলিশ ক্লাবের রেকর্ড

১ ফেব্রুয়ারি ২০১১

স্প্যানিশ তারকা ফ্যার্নান্দো টরেস’কে ৫ কোটি পাউন্ড দিয়ে লিভার পুলের কাছ থেকে কিনে নিয়েছে চেলসি৷ এর আগে টরেস নিউক্যাসেলের প্রথম সারির খেলোয়াড় অ্যান্ডি ক্যারলের সঙ্গে বিনিময় চুক্তিতেও ক্লাব রেকর্ড সৃষ্টি করেছিলেন৷

https://p.dw.com/p/108aC
স্প্যানিশ তারকা ফ্যার্নান্দো টরেসছবি: AP

শেষ পর্যন্ত দেখা গেছে, ইংলিশ প্রিমিয়ার লিগের এই দলগুলোর মধ্যে বিনিময় হয়েছে ২০ কোটি পাউন্ড৷ অথচ গত জানুয়ারিতে এই লেনদেন ছিল মাত্র ২ কোটি ৯০ লাখ পাউন্ডের মতো৷

চেলসির ওয়েবসাইটে টরেস বলেছেন, ‘‘গত কয়েকদিন আমার জন্য বেশ কঠিন ছিল৷ কেননা বিশেষ করে এই সময়টা আমি লিভারপুল ছেড়ে যাচ্ছি৷ কিন্তু আমি নিশ্চিত, আমার ক্যারিয়ারে সামনে এগিয়ে যাওয়ার একটা বড় পদক্ষেপ নিয়েছি আমি৷''

তিনি আরও বলেন, ‘‘আসলে চেলসি এমন ধরণের একটি দল, যার জন্য আমি সেখানে খেলতে চাই৷ এটা ইউরোপের একটা বড় টিম এবং সবকিছুর জন্য সবসময় লড়াই করে যাচ্ছে৷ প্রত্যেক ফুটবল খেলোয়াড়ের লক্ষ্য থাকে, বিশ্বের নামকরা ক্লাবগুলোর সঙ্গে খেলার, এখন আমি যা করতে পারি৷''

চেলসি কেবল টরেসকেই কেনেনি৷ এই ক্লাবটি ব্রাজিলের ডিফেন্ডার ডেভিড লুইসকে নেওয়ার জন্য বেনফিকা'র সঙ্গেও চুক্তি করেছে৷ এদিকে, মরশুমের বাকি সময় খেলার জন্য তরুণ তারকা ড্যানিয়েল স্টারিজকে চেলসির কাছ থেকে ধার নিয়েছে বোল্টন৷

অন্যদিকে, লিভারপুলে কেবল ক্যারোলই আসেননি৷ উরুগুয়ের তারকা লুইস সুয়ারেসকে অ্যাজাক্স এর কাছ থেকে কিনে নিয়েছে লিভারপুলের বস কেনি ড্যালগ্লিশ৷ চব্বিশ বছর বয়সি সুয়ারেস, যিনি অ্যাজাক্স'এর হয়ে ১৫৯ টি ম্যাচে ১১১টি গোল করেছেন৷ লিভারপুলের সঙ্গে এই খোলোয়াড় চুক্তি করেছেন সাড়ে ৫ বছরের জন্য৷ এখন থেকে তিনি সাত নম্বর জার্সি পরেই খেলবেন লিভারপুলের পক্ষে৷

আরেকদিকে, তুরস্কের খেলোয়াড় টুনজে সানলি জার্মান ক্লাব ভল্ফসবুর্গ'এর সঙ্গে সাড়ে ৩ বছরের একটি চুক্তি করেছেন৷ যার জন্য তাঁকে ছাড়তে হয়েছে স্টোক ক্লাবকে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন