1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিলিপাইনে ফেরি ডুবিতে নিহত ৯ জন, ৯৩১ জনকে উদ্ধার

৭ সেপ্টেম্বর ২০০৯

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে রবিবার ডুবন্ত একটি ফেরি থেকে ৯৩১ জনকে উদ্ধার করা হয়েছে৷ ঐ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জন৷ নিখোঁজ রয়েছে আরও ৩৩ জন৷

https://p.dw.com/p/JTW6
গত বছর টাইফুনের কবলে পড়ে 'প্রিন্সেস অব দ্য স্টার'ছবি: AP

উপকূলীয় প্রহরী বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো এই খবর দিয়েছে৷ এদিকে, ফিলিপাইনে সোমবার আরেকটি মালবাহী জাহাজ ডুবে যাওয়ার সময় সেটি থেকে ১৯ জন ক্রু'র সবাইকে উদ্ধার করা হয়েছে৷

৮৪৭ জন যাত্রী ও ১১৭ জন ক্রু নিয়ে মিন্দানাও দ্বীপের জেনারেল সান্তোস নগরী থেকে কেন্দ্রীয় নগরী লোইলো যাচ্ছিল 'সুপারফেরি ৯'৷ রবিবার সকালে জাম্বোয়াঙ্গা শহরের কাছে ফেরিটি কাত হতে শুরু করার পরপরই বিপদ সঙ্কেত পাঠানো হয়৷ সঙ্কেত পাওয়ামাত্র উদ্ধারকাজে নামে উপকূলীয় প্রহরীসহ বিমান এবং নৌবাহিনীর সদস্যরা৷ তাদের সঙ্গে ঐ এলাকার আরও অনেকেই নৌকা নিয়ে উদ্ধার কাজে যোগ দেয়৷

উপকূলীয় প্রহরী বাহিনীর প্রধান এডমিরাল উইলফ্রেডো তামায়ো সাংবাদিকদের একথা বলেছেন৷ প্রাথমিক খবরে তামায়ো মোট ৮৭০ জনকে উদ্ধার করার কথা জানান৷ তিনি বলেন, ফেরিডুবির সময় আবহাওয়া পরিস্কার ছিল৷ তবে ফেরির জেনারেটরে সমস্যার কথা জানিয়েছিল ক্রুরা৷ উদ্ধারকর্মীরা পরবর্তীতে আরও লোকজনকে উদ্ধার করে পাড়ে তুলেছে এবং নিখোঁজদেরকেও শিগগিরি উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ৷ ঐ বাহিনীর আরেক মুখপাত্র লেফটেন্যান্ট কমান্ডার আরমান্দ বালিলো বলেছেন, অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চলছে৷ তাদের নৌকা এখনও এলাকায় অনুসন্ধান চালাচ্ছে৷ কর্মকর্তারা বলেছেন, তারা ফেরিডুবির কারণ খতিয়ে দেখবেন৷ তবে সরকারের বিপর্যয় সমন্বয় পরিষদ থেকে ফেরির হাল হকিকত সম্পর্কিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ফেরিটিতে ছিদ্র হয়ে যাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে৷ ফেরিটি ২ লাখ লিটার জ্বালানি তেল বহন করছিল৷ এছাড়াও ফেরিতে ছিল ৮০ হাজার লিটার অটোমোটিভ ডিজেল তেল এবং ১০ হাজার লিটার যন্ত্রে ব্যবহার্য তেল৷

প্রসঙ্গত, দ্বীপদেশ ফিলিপাইনে ফেরি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবহণ৷ কিন্তু অতিরিক্ত যাত্রী বহন এবং ফেরির যথাযথ রক্ষণাবেক্ষণ ব্যবস্থার অভাবে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে৷ গত বছর টাইফুনের কবলে পড়ে 'প্রিন্সেস অব দ্য স্টার' ফেরি ডুবে ৮০০ জনেরও বেশি মানুষ নিহত হয়৷ এর আগে ১৯৮৭ সালে তেলের ট্যাংকারের সঙ্গে ধাক্কা খেয়ে আরেকটি ফেরিডুবিতে ৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল৷

প্রতিবেদক: হোসাইন আব্দুল হাই, সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী