1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অপহরণ

৭ মার্চ ২০১৩

সিরিয়ার বিদ্রোহীরা গোলান মালভূমি এলাকা থেকে ফিলিপাইনস-এর ২১ জন সেনাকে অপহরণ করেছে বলে জানা গেছে৷ এই সৈন্যরা জাতিসংঘের একটি শান্তিরক্ষী মিশনে কাজ করছিলেন৷

https://p.dw.com/p/17sf5
A member of the Al Yarmouk Martyr brigade makes a statement in front of a white vehicle with 'UN' written on it at what said to be Jamla, Syria near Golan Heights on March 6, 2013 in this still image taken from video posted on social media website. Syrian rebels have seized a convoy of U.N. peacekeepers near the Golan Heights and say they will hold them captive until President Bashar al-Assad's forces pull back from a rebel-held village which has seen heavy recent fighting. The capture was announced in rebel videos posted on the Internet and confirmed on Wednesday by the United Nations in New York, which said about 20 peacekeepers had been detained. REUTERS/Social Media Website via Reuters TV (SYRIA - Tags: CIVIL UNREST POLITICS) ATTENTION EDITORS - THIS PICTURE WAS PROVIDED BY A THIRD PARTY. REUTERS IS UNABLE TO INDEPENDENTLY VERIFY THE AUTHENTICITY, CONTENT, LOCATION OR DATE OF THIS IMAGE. FOR EDITORIAL USE ONLY. NOT FOR SALE FOR MARKETING OR ADVERTISING CAMPAIGNS. NO SALES. NO ARCHIVES. THIS PICTURE IS DISTRIBUTED EXACTLY AS RECEIVED BY REUTERS, AS A SERVICE TO CLIENTS
ছবি: Reuters

১৯৭৪ সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ঐ এলাকায় জাতিসংঘের একটি মিশনের আওতায় প্রায় এক হাজার বিদেশি সেনা মোতায়েন রয়েছে৷ এর মধ্যে ফিলিপিনো সেনার সংখ্যা প্রায় তিনশো জন৷

গোলান মালভূমি এলাকায় থাকা সিরীয় সেনাদের সরে যেতে বাধ্য করতে বিদ্রোহীরা বুধবার ২১ জন সেনাকে অপহরণ করে৷

‘মার্টার্স অফ ইয়ারমুক' নামের একটি বিদ্রোহী গোষ্ঠী সেনাদের আটকে রেখেছে৷ এই গোষ্ঠীর এক সদস্যকে উদ্ধৃত করে লন্ডন ভিত্তিক ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস'এর মুখপাত্র রামি আবদেল রহমান জানিয়েছেন, ফিলিপাইনস-এর সেনাদের কোনো ক্ষতি করা হবেনা৷ তবে সিরীয় সেনারা এলাকা না ছেড়ে যাওয়া পর্যন্ত তাদের আটকে রাখা হবে বলে জানানো হয়েছে৷

Two white vehicles with 'UN' written on them are seen at what said to be Jamla, Syria near Golan Heights on March 6, 2013 in this still image taken from video posted on social media website. Syrian rebels have seized a convoy of U.N. peacekeepers near the Golan Heights and say they will hold them captive until President Bashar al-Assad's forces pull back from a rebel-held village which has seen heavy recent fighting. The capture was announced in rebel videos posted on the Internet and confirmed on Wednesday by the United Nations in New York, which said about 20 peacekeepers had been detained. REUTERS/Social Media Website via Reuters TV (SYRIA - Tags: CIVIL UNREST POLITICS) ATTENTION EDITORS - THIS PICTURE WAS PROVIDED BY A THIRD PARTY. REUTERS IS UNABLE TO INDEPENDENTLY VERIFY THE AUTHENTICITY, CONTENT, LOCATION OR DATE OF THIS IMAGE. FOR EDITORIAL USE ONLY. NOT FOR SALE FOR MARKETING OR ADVERTISING CAMPAIGNS. NO SALES. NO ARCHIVES. THIS PICTURE IS DISTRIBUTED EXACTLY AS RECEIVED BY REUTERS, AS A SERVICE TO CLIENTS
সিরিয়ার বিদ্রোহীরা গোলান মালভূমি এলাকা থেকে ফিলিপাইনস-এর ২১ জন সেনাকে অপহরণ করেছে বলে জানা গেছেছবি: Reuters

এদিকে, জাতিসংঘ মিশনে কাজ করা সেনাদের আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ফিলিপাইনস৷ দেশটির পররাষ্ট্র সচিব আলবার্ট দেল রোজারিও এক বিবৃতিতে এই ঘটনাকে অবৈধ বলে আখ্যায়িত করেছেন, কেননা তাঁরা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করছিলেন৷

রাশিয়ার উত্তর ককেশাস এলাকা থেকে চেচেন জঙ্গিরা সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে লড়ছেন বলে খবর পাওয়া গেছে৷ সম্প্রতি ঐ জঙ্গি গোষ্ঠীর এক নেতার প্রকাশিত ভিডিও বার্তায় এর প্রমাণ পাওয়া গেছে৷ সেখানে তিনি আসাদের বিরুদ্ধে ‘জেহাদ'এ সকলের সমর্থন চেয়েছেন৷ তিনি বলেন, এটি ইসলামি রাষ্ট্র গঠনের সত্যিকারের একটি সুযোগ৷

এদিকে, সিরিয়ার বিদ্রোহীদের দখলে নেয়া রাকা শহরে আকাশ থেকে হামলা শুরু করেছে আসাদ সমর্থিত বাহিনী৷ বুধবার এই শহরটির পুরো দখল নিয়ে নেয় বিদ্রোহীরা৷ এরপর শহরের গোয়েন্দা কার্যালয়ে ইসলামি আল-নুসরা ফ্রন্টের পতাকা ওড়ানো হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি৷ এই ফ্রন্টের নেতৃত্বেই বিদ্রোহীরা রাকা শহরের দখল নিতে সমর্থ হয়েছে৷

সিরিয়ান অবজারভেটরি বলছে, বিদ্রোহীরা রাকা প্রদেশের গভর্নরকে ঐ গোয়ন্দা কার্যালয়ে আটক করে রেখেছে৷ এছাড়া আসাদ সমর্থিত শত শত লোকও বিদ্রোহীদের জিম্মায় রয়েছে বলে দাবি সিরিয়ান অবজারভেটরির৷

তবে এখন সিরিয়ার সেনারা রাকা শহরে আকাশ থেকে হামলা শুরু করায় আটককৃতদের জীবনও হুমকির সম্মুখীন হচ্ছে বলে জানিয়েছে বিদ্রোহীরা৷

জেডএইচ / এসবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য