1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফাস্ট-ট্র্যাক কোর্টে ‘আমানত’ মামলা

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি২১ জানুয়ারি ২০১৩

১৬ই ডিসেম্বর দিল্লিতে ২৩ বছরের মেডিক্যাল ছাত্রী ‘আমানত’-এর গণধর্ষণ মামলার পাঁচজন আসামির বিচারের শুনানি সোমবার থেকে শুরু হয় নতুন দিল্লির ফাস্ট-ট্র্যাক কোর্টে৷

https://p.dw.com/p/17O6Q
A woman looks at protestors wearing placards as they pretend to be rapists wearing the hangman's noose in Bhubaneswar, India, Friday, Jan. 4, 2013. A group of men accused of raping a university student for hours on a bus as it drove through India’s capital were charged Thursday with murder, rape and other crimes that could bring them the death penalty. The attack on the 23-year-old, who died of severe internal injuries over the weekend, provoked a debate across India about the routine mistreatment of the nation’s women and triggered daily protests demanding action. Placard on left reads “India will not tolerate insult to women.” (AP Photo/Biswaranjan Rout)
ধর্ষকদের বিচারের দাবিতে প্রতিবাদ জানানো হয়েছে এভাবেওছবি: dapd

ষষ্ঠ আসামি প্রাপ্তবয়স্ক নয় বলে তাকে পাঠানো হয় জুভেনাইল জাস্টিস বোর্ডে৷ শুনানি চলবে প্রতিদিনের ভিত্তিতে৷ সোমবারের শুনানি শুরু হতে দেরি হয় বিচারক এবং আইনজীবীদের মধ্যে আলোচনার জন্য৷ একজন আসামি আবেদন করে যে, তার মামলার শুনানি যেন দিল্লি ও উত্তর প্রদেশের বাইরে করা হয়৷ কারণ, মিডিয়া এবং ‘পাবলিক বা সাধারণ মানুষ বিষয়টা যেভাবে প্রচার করছে, তাতে নিরপেক্ষ বিচার হতে পারে না৷ সুপ্রিম কোর্ট আবেদনটি বিবেচনার জন্য গ্রহণ করেন৷

অন্যদিকে, আসামিপক্ষের কৌঁসুলি প্রশ্ন তোলেন পুলিশের ফরেনসিক রিপোর্ট নিয়ে৷ অভিযোগ, ঐ রিপোর্ট নির্ভুল নয়৷ দ্বিতীয়ত, পুলিশ নাকি আসামিদের কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায় করেছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য