1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফর্মে না থাকলেও ভালোই কামাচ্ছেন বেকহাম

১ এপ্রিল ২০০৯

পরপর দুই বছর ফুটবলারদের আয়ের তালিকায় শীর্ষস্থানটি ধরে রাখলেন বৃটিশ তারকা ডেভিড বেকহ্যাম৷ ফুটবল ফ্রঁস নামের একটি ফরাসী ফুটবল ম্যাগাজিনের এক জরিপের ফল থেকে এই তথ্য জানা গেছে৷

https://p.dw.com/p/HOJ2
মাঠের বাইরেই বেকহামের রোজগার হচ্ছে অনেক বেশীছবি: AP

এর আগে ২০০৭ সালেও সবচেয়ে বেশি আয়ের ফুটবলার ছিলেন বেকহ্যাম৷ ২০০৮ সালে বেকহ্যাম সব মিলিয়ে আয় করেছেন ৩২.৪ মিলিয়ন ইউরো৷ কিন্তু এর প্রায় পুরোটাই এসেছে মাঠের বাইরে থেকে অর্থাৎ খেলার বাইরে৷ প্রায় ২৬ মিলিয়ন ইউরো আয় করেছেন তিনি আডিডাস, জিলেট এবং জর্জিও আরমানির মত নামকরা প্রতিষ্ঠানের স্পন্সরশিপ থেকে৷ বোঝাই যাচ্ছে ফর্ম যাই থাকুক না কেন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কাছে এখনও বেকহ্যামই সবচেয়ে বড় ফুটবল তারকা৷ বেকহ্যামের পরেই রয়েছেন এ মুহূর্তে দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি৷ গত বছর তিনি আয় করেছেন ২৮ মিলিয়ন ইউরোর চেয়েও বেশি৷ এরপর রয়েছেন ব্রাজিলের তারকা রোনালদিনহো এবং চতুর্থ স্থানে রয়েছেন গত বছরের ফিফা বর্ষ সেরা খেলোয়াড় পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো৷

Tiger Woods 2000
সবচেয়ে বেশী অর্থ কামিয়েছেন গলফ এর তারকা টাইগার উডসছবি: AP

তবে ফুটবল যতই জনপ্রিয় খেলা হোক না কেন, আয়ের দিক থেকে কিন্তু অন্য খেলাগুলোর ধারে কাছেও নেই৷ তাই শীর্ষ আয়ের খেলোয়াড়দের তালিকায় প্রথম ১০ জনের মধ্যে ফুটবলার মাত্র দুইজন৷ গত বছর সবচেয়ে বেশি যিনি আয় করেছেন তিনি হলেন সর্বকালের সেরা গলফ খেলোয়াড় হিসেবে বিবেচিত টাইগার উডস৷ ডেভিড বেকহামের দ্বিগুনেরও বেশি আয় করেছেন তিনি, মোট সাড়ে ৭১ মিলিয়ন ইউরোরও বেশি৷ এরপর রয়েছেন আরেক গলফ তারকা ফিল মিকেলসন যার আয় ৪২ মিলিয়ন ইউরো৷ তারপর রয়েছেন বাস্কেটবল তারকা ইয়াও মিং এবং এরপর ফর্মুলা ওয়ান এর কিমি রাইকোনেন৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারুক