1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফরাসি পত্রিকা অফিসে সন্ত্রাসী হানা

৭ জানুয়ারি ২০১৫

প্যারিসের ব্যঙ্গাত্মক সাপ্তাহিক ‘শার্লি এব্দো’-র কার্যালয়ে মুখোশধারী আততায়ীদের হামলায় ১২ জন প্রাণ হারিয়েছেন৷ আততায়ীদের এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি৷ জার্মান চ্যান্সেলর এ ‘‘ঘৃণ্য'' আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন৷

https://p.dw.com/p/1EGD9
Frankreich Terror Presse Anschlag auf Charlie Hebdo in Paris
ছবি: Reuters/C. Hartmann

এটা ছিল গত ২০ বছরে ফ্রান্সে সবচেয়ে মারাত্মক সন্ত্রাসবাদী আক্রমণ৷ ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ স্বয়ং এই আক্রমণকে ‘‘নিঃসন্দেহে একটি সন্ত্রাসবাদী আক্রমণ'' বলে অভিহিত করেছেন৷ ‘‘সাম্প্রতিক কয়েক সপ্তাহে'' নাকি একাধিক আক্রমণ ব্যর্থ করা সম্ভব হয়েছে, বলে ওলঁদ জানান৷

ফ্রান্স সর্বোচ্চ সতর্কতা ঘোষণা করেছে এবং বিভিন্ন উপাসনার স্থান, বিপণী, মিডিয়া কার্যালয় এবং পরিবহণে নিরাপত্তা বাড়িয়েছে৷ প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী একাধিক মুখোশধারী স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে প্যারিসের কেন্দ্রীয় এলাকায় ‘শার্লি এব্দো'-র অফিসে ঢোকে এবং তিনতলার নিউজরুমে গিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে৷ পুলিশের খবর অনুযায়ী, পরে তারা একটি অপেক্ষমান গাড়িতে করে পালায় এবং তারও পরে আবার গাড়ি বদলি করে অপর একটি চোরাই গাড়িতে চড়ে পলায়ন করে৷

সরকারি ফ্রান্স টেলিভিশনের ভিডিও-য় দেখা গেছে, একটি রাস্তার মোড়ে দু'জন কালো পোশাক পরা বন্দুকধারী রাস্তা বরাবর গুলি চালাচ্ছে: গুলির আওয়াজের মধ্যে একবার আল্লাহু আকবর ধ্বনিও শোনা গেছে৷ ইসলামিক স্টেট সন্ত্রাস গোষ্ঠী ফ্রান্সকে আক্রমণ করা হুমকি দিয়েছে: বুধবারের আক্রমণের মাত্র কয়েক মিনিট আগে শার্লি এব্দো পত্রিকার তরফ থেকে ব্যঙ্গ করে আইসিস নেতার একটি কার্টুন টুইট করা হয়; কার্টুনের শীর্ষক: ‘‘ফ্রান্সে এখনও কোনো আক্রমণ নেই''৷ কার্টুনে এক আইসিস যোদ্ধা বলছে, ‘‘একটু ধৈর্য ধরো – নববর্ষের কামনা পূরণের জন্য আমাদের হাতে জানুয়ারির শেষ অবধি সময় আছে৷'' হজরত মোহাম্মদ (সা.)-এর ব্যঙ্গাত্মক কার্টুন ছাপার জন্য শার্লি এব্দো পত্রিকাকে একাধিকবার হুমকির মুখে পড়তে হয়েছিল – ২০১১ সালে পত্রিকার অফিসে বোমা ছোঁড়া হয়৷

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এই ‘‘ঘৃণ্য'' আক্রমণের নিন্দা করেছেন৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মুখপাত্র জানিয়েছেন যে, মার্কিন কর্মকর্তারা ফরাসি কর্মকর্তাদের সঙ্গে নিকট যোগাযোগ রেখে চলেছেন৷ ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ কর্মকর্তারা ইউরোপে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার জন্য সর্বসাধ্য করার প্রতিশ্রুতি দিয়েছেন৷ ন্যাটো প্রধান ইয়েন্স স্টল্টেনব্যার্গ বলেছেন, সামরিক জোট যৌথভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রাম করবে৷

এসি/ডিজি (এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান