1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফরমুলা ওয়ান : বাহারিন গ্রঁ প্রি'তে মিশায়েল শুমাখার'এর প্রত্যাবর্তন

১১ মার্চ ২০১০

১৪ই মার্চ, রবিবার - শুরু হচ্ছে বিখ্যাত মোটর দৌড় প্রতিযোগিতা ‘ফরমুলা ওয়ান'৷ আর সে খেলায় আবারো নতুন করে আসরে নামছেন কিংবদন্তী চালক মিশায়েল শুমাখার৷ থাকছেন ভারতের করুন চন্ডোকও৷

https://p.dw.com/p/MPew
ফরমুলা ওয়ান'এর কিংবদন্তী চালক মিশায়েল শুমাখারছবি: AP

নারায়ণ কার্তিকেয়নের পর ফর্মুলা ওয়ান’এর দ্বিতীয় চালক হিসেবে করুন চন্ডোক স্পেনের এইচআরটি টিমের হয়ে অংশ নিচ্ছেন৷ তাঁর সঙ্গী হচ্ছেন ব্রাজিলের প্রয়াত ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন আয়ার্টন সেনা’র ভাইপো ব্রুনো সেনা৷

ওদিকে, শুমাখার’এর সঙ্গে একই আসনে থাকছেন আর এক জার্মান চালক নিকো রোসব্যার্গ৷ বরাবরের মতো ফেরারি’র হয়ে নয় – এই ‘কামব্যাক’-এর পর শুমাখার তাঁর দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন মার্সেডিজ’এর হয়ে৷ তাদের সঙ্গে শুমাখার যে চুক্তিটি সই করেছেন, তার অর্থমূল্য নাকি কমপক্ষে ৭ মিলিয়ন ইউরো৷ উল্লেখ্য এর আগে, ২০০৬ সালে অবসর গ্রহণ করেছিলেন মিশায়েল শুমাখার৷

Karun Chandhok
ভারতের করুন চন্ডোকছবি: AP

তবে শুধু শুমাখার'ই যে দল বদল করেছেন - তা নয়৷ বাহারিন গ্রঁ প্রি'তে শুমাখার'এর নতুন ‘টিম'-এর প্রধান হিসেবে থাকছেন ফেরারির প্রাক্তন প্রধান রস ব্রাউন৷ শুমাখার'এর কথায়, ‘‘আমি মোট সাত বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি৷ আর এবার এমন একটি ‘টিম' নিয়ে ফিরছি, যারা গত বছরও চ্যাম্পিয়ন ছিল৷ পার্টনার হিসেবে মার্সেডিজ-এর যেমন তুলনা হয় না, তেমনই দলের প্রধান হিসেবে ব্রাউনও অতুলনীয়৷ তাই চ্যাম্পিয়ন হওয়াটাই যে আমাদের প্রধান লক্ষ্য - তা বলাই বাহুল্য৷'' প্রসঙ্গত, মোট সাতটির মধ্যে এই ব্রাউনের সঙ্গেই শুমাখার ইতিপূর্বে ছ'টি বিশ্ব রেকর্ড গড়ে ছিলেন৷

অবশ্য ৪১ বছর বয়স্ক শুমাখার'এর জন্য এ বছরের দৌড়টা যে খুব একটা সহজ হবে না - তা ধরেই নিয়েছেন বিশেষজ্ঞরা৷ কারণ, এতোদিন পরে পর পর ১৯টি রেসে টিকে থাকা চাট্টিখানি কথা নয়৷ তার ওপর, ২০০৯ সালের চ্যাম্পিয়ন দুর্দান্ত জেনসন বাটন ও ২০০৮ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রিটিশ লুইস হ্যামিল্টন রয়েছেন ম্যাকলারেন কোম্পানির পক্ষ থেকে, থাকছেন সেবাস্টিয়ান ভেটেল, মার্ক ভেবার এবং ফেরারি থেকে দু'বারের চ্যাম্পিয়ন ফ্যার্নান্দো আলোন্সো এবং ব্রাজিলের তারকা ফেলিপ মেসা৷ মেসা জানান, ‘‘আমার মনে হয়, এ চ্যাম্পিয়নশিপে আমরা এ মুহূর্তে দারুণ কন্ডিশনে আছি৷ স্বাভাবিকভাবেই, আমাদের সঙ্গে আছে একটি অত্যন্ত দ্রুত, নির্ভরযোগ্য এবং অসাধারণ একটি গাড়ি৷''

তাই গত পাঁচ দশকের তুলনায়, সপ্তাহান্ত থেকে শুরু হতে চলা এই খেলা যে বেশি ‘কম্পিটিটিভ' হবে - সে কথা বললে কি খুব ভুল বলা হবে ?

প্রতিবেদক : দেবারতি গুহ

সম্পাদনা : সঞ্জীব বর্মন