1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্লাস্টিকের ব্যাগ আজ সাগরেও!

আলোয়াস ব্যার্গার/এসি১০ নভেম্বর ২০১৩

মরা মাছ আর পাখিদের পেটে ক্রমেই আরো বেশি করে প্লাস্টিকের জিনিস পাওয়া যাচ্ছে: ফেলে দেওয়া প্লাস্টিকের জিনিস, যা শেষমেষ সাগরে গিয়ে পড়ে৷ ইউরোপীয় ইউনিয়ন এ বিষয়ে কিছু করতে চায় – কিন্তু কিভাবে?

https://p.dw.com/p/1AEZb
IDN, 2009: Eine Plastiktuete treibt unter Wasser. [en] Plastic bag floating under water, Bali, Indonesia. | IDN, 2009: Plastic bag floating under water, Bali, Indonesia.
ছবি: picture alliance/WILDLIFE

ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাব হলো, সদস্যদেশগুলো তাদের প্লাস্টিক ব্যাগের ব্যবহার ৮০ শতাংশ কমাবে৷ এর পটভূমিতে রয়েছে, সাগরে ভেসে বেড়ানো প্লাস্টিক আবর্জনার সমস্যা, যে বিষয়ে জার্মানির প্রকৃতি সুরক্ষা সমিতি ‘নাবু'-র আবর্জনা বিশেষজ্ঞ বেনিয়ামিন বনগার্ড বলেছেন: ‘‘সমস্যাটা এত বড় যে তার পরিমাপ করাই সম্ভব নয়৷'' সাগরে যে কি পরিমাণ প্লাস্টিক ভাসছে, তা নাকি কারো পক্ষে বলা সম্ভব নয়৷

গবেষকরা এক দশকের বেশি সময় ধরে তীরে ভেসে আসা মরা পাখিদের লাশ কেটে দেখছেন, সাগরে দূষণ কতদূর অবধি এগিয়েছে৷ প্রতিটি মরা পাখির পেটে নাকি গড়ে ৩১টি প্লাস্টিকের টুকরো পাওয়া গিয়েছে৷ সেই হিসেবে প্রতি বর্গকিলোমিটার সাগরের পানিতে ১৮ হাজার প্লাস্টিকের টুকরো ভেসে বেড়ানোর কথা: তার মধ্যে অনেক টুকরো হয়ত মাইক্রোস্কোপে চোখ দিয়ে দেখতে হয়; আবার কিছু টুকরো প্লাস্টিকের ব্যাগের মতো বড়৷

প্লাস্টিক জলে থাকে ৪৫০ বছর ধরে

অনেক ধরনের প্লাস্টিক নাকি সাড়ে চারশো বছর অবধি অবিকৃত থাকে, বলেন নাবু বিশেষজ্ঞ বনগার্ড৷ বর্তমানে সাগরে প্লাস্টিক দূষণের একটা বড় অংশ আসে রোজকারের ব্যবহারের প্লাস্টিকের ব্যাগগুলি থেকে৷ মজার কথা: ‘‘(সাগরে পাওয়া) প্লাস্টিকের ব্যাগগুলির ৮০ শতাংশ আসে ডাঙা থেকে, পানি থেকে নয়৷ তার অর্থ, এই প্লাস্টিকের ব্যাগগুলি জাহাজ থেকে পানিতে ফেলা হয়নি, বরং এগুলো এসেছে ট্যুরিস্টদের কাছ থেকে, অধিবাসীদের কাছ থেকে, উপকূল থেকে, নদীনালা থেকে, বাতাসে বয়ে৷'' বিশেষ করে যে পাতলা ও হাল্কা প্লাস্টিকের ব্যাগগুলি সর্বাধিক ব্যবহৃত হয়, যেগুলি সবার আগে আবর্জনার গাদায় গিয়ে পড়ে, সেগুলিই সবচেয়ে বেশি পথ অতিক্রম করে সাগরের জলে গিয়ে স্থান পায়৷

ইউরোপীয় কমিশন এবার প্লাস্টিকের ব্যাগের ব্যবহার বিশেষভাবে সীমিত করার জন্য সদস্যদেশগুলোর ওপর চাপ দেবে বলে স্থির করেছে৷ ইউরোপীয় ইউনিয়নে প্রতিবছর দশহাজার কোটি প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হয়! তার মধ্যে ৮০০ কোটির বেশি আবর্জনা হিসেবে মুক্ত প্রকৃতি গিয়ে পড়ে এবং ব্যাপক পরিবেশ সমস্যার সৃষ্টি করে – বিশেষ করে সেই জীবজন্তুদের মধ্যে, যারা এই প্লাস্টিকের টুকরো গিলে ফেলতে পারে৷ এ কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের পরিবেশ কমিশনার ইয়ানেস পোটোচনিক এবং গত সপ্তাহে ইইউ-এর প্যাকেজিং নিয়মাবলীর সংস্কারের একটি প্রস্তাব পেশ করেছেন৷

ফিনল্যান্ডে মাথাপিছু চার, স্লোভাকিয়ায় সাড়ে চারশো

কিন্তু ইইউ-এর সব দেশে প্লাস্টিক ব্যাগের সমস্যা এক নয়৷ ডেনমার্ক আর ফিনল্যান্ডের বাসিন্দারা বছরে মাথাপিছু গড়ে সাকুল্যে চারটি প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে থাকেন৷ সে তুলনায় পোল্যান্ড, পর্তুগাল কিংবা স্লোভাকিয়ার মানুষজন ব্যবহার করেন সাড়ে চারশো'র বেশি প্লাস্টিকের ব্যাগ৷ জার্মানির ক্ষেত্রে এই পরিসংখ্যান হল ৭০: অর্থাৎ জার্মানির মানুষ বছরে মাথাপিছু গড়ে ৭০টি প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে থাকেন৷

Am Nordseestrand an der Westküste von Dänemark nahe dem Ort Agger liegt vom Meer angespülter Plastikmüll, aufgenommen am 16.07.2013. Foto: Patrick Pleul
গবেষকরা এক দশকের বেশি সময় ধরে তীরে ভেসে আসা মরা পাখিদের লাশ কেটে দেখছেন, সাগরে দূষণ কতদূর অবধি এগিয়েছেছবি: picture-alliance/dpa

প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করলেই তো হয়, এ কথা যাঁরা ভাবছেন, তাঁদের বিবেচনা করতে হবে, প্লাস্টিকের ব্যাগের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করাটা খুব জনপ্রিয় হবে না – প্রথমত সেই সব দেশে, যেখানে প্লাস্টিকের ব্যাগের ব্যবহার বেশি; দ্বিতীয়ত জার্মানি কিংবা ফ্রান্সের মতো দেশে, যেখানে প্লাস্টিক শিল্প বেশ গুরুত্বপূর্ণ৷ কাজেই আপাতত আয়ারল্যান্ডের দৃষ্টান্ত অনুসরণ করার কথা ভাবা যেতে পারে৷

আয়ারল্যান্ড ধাপে ধাপে প্লাস্টিকের ব্যগের উপর কর বাড়িয়েছে: এখন সেই কর দাঁড়িয়েছে ব্যাগ প্রতি ২২ সেন্ট৷ এর ফলে আয়ারল্যান্ডে প্লাস্টিকের ব্যাগের ব্যবহার ৯০ শতাংশ কমে গেছে৷ আইরিশরা এখন বছরে মাথাপিছু ‘মাত্র' ১৮টি প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে থাকেন৷ এছাড়া বিশ্বব্যাপী সমৃদ্ধি যত বাড়ছে, ততই ছড়াচ্ছে প্লাস্টিকের ব্যাগের ব্যবহার৷ সেই বিশ্বব্যাপী সমস্যার মোকাবিলা করার ক্ষমতা ইউরোপীয় ইউনিয়নের একার নেই৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য