প্রিয় পাঠিকা, প্রিয় পাঠক, | ডিডাব্লিউ'কে জানুন | DW | 01.10.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

ডিডাব্লিউ'কে জানুন

প্রিয় পাঠিকা, প্রিয় পাঠক,

মতামত, বিতর্ক, সংলাপ – এই বিষয়গুলি আমাদের ওয়েবসাইটের চরিত্র স্থির করবে৷ জার্মান, আন্তর্জাতিক, আঞ্চলিক বা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে সোচ্চার হবো আমরা৷ তুলে ধরবো জার্মান ও ইউরোপীয় দৃষ্টিভঙ্গিও৷

আমরা বিতর্কে উৎসাহ দিতে চাই৷ আপনাদের মতামত জানতে চাই৷ তার সঙ্গে আপনাদের সঙ্গে সংলাপ চালাতে চাই৷ আমাদের সঙ্গে আলোচনা করুন৷ এই ওয়েবসাইটে সরাসরি কমেন্ট করার নতুন ব্যবস্থা কাজে লাগান, অথবা আগের মতোই ফেসবুক ও টুইটারের মাধ্যমে আপনার মতামত জানান৷ আমাদের সাংবাদিকদের মূল্যায়ন সম্পর্কে আপনার মতামত জানান৷ তাছাড়া এ সব বিষয় সম্পর্কে আপনার নিজস্ব মতামতও জানাতে ভুলবেন না৷

নতুন কাঠামোর ওয়েবসাইট ও তার বিষয়বস্তু সম্পর্কে আমাদের নতুন ‘কনসেপ্ট' ডয়চে ভেলের পথ চলার নতুন দিশার অংশ৷ জার্মানি থেকে গোটা বিশ্বে তথ্য পরিবেশন করার যে ভূমিকা আমাদের রয়েছে, আমরা তা আরো শক্তিশালী করতে চাই৷ নানা রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিক প্রশ্নে – তা সে জাতীয় হোক বা আন্তর্জাতিক – জার্মানিতে মতামতের ক্ষেত্রে যে বৈচিত্র্য রয়েছে, সে'সব অবস্থান আমরা আপনাদের সামনে নিয়ে আসতে চাই৷ জার্মান দৃষ্টিভঙ্গি থেকে সংবাদভাষ্য তারই অংশ৷ কারণ জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র থেকে আপনারা, প্রিয় পাঠকরা, সেটাই তো আশা করেন৷ এই কাজে আমরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্মান সংবাদপত্রগুলির সঙ্গে সহযোগিতার পথে যাচ্ছি, যারা আমাদের ওয়েবসাইটে মতামতের বৈচিত্র্য আরও বাড়িয়ে তুলবে৷

ডয়চে ভেলে চায় উচ্চ মানের সাংবাদিকতা, যার অবস্থান অত্যন্ত স্পষ্ট৷ এর ফলে সংঘাত হতে পারে, এমনকি কখনো কখনো মেরুকরণও ঘটতে পারে৷ আসুন, আমরা সংলাপ চালিয়ে যাই৷ আমাদের এই সম্প্রসারিত পরিষেবা সংলাপের কাজে লাগান৷

আপনাদের মতামত, পরামর্শ ও সমালোচনাকে আমরা স্বাগত জানাচ্ছি৷