1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রাচীনতম মসজিদের খোঁজ

২৪ আগস্ট ২০১২

লালমনিরহাটের একটি মসজিদে প্রায় দেড় হাজার বছরের পুরনো একটি ইষ্টকলিপি পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে৷ যদিও এখন পর্যন্ত প্রত্নতাত্ত্বিকভাবে বিষয়টি সুনিশ্চিত করা হয়নি৷ বিষয়টি সত্য হলে দক্ষিণ এশিয়ায় সেটি হবে সর্বপ্রথম মসজিদ৷

https://p.dw.com/p/15vjM
ছবি: picture-alliance/Bildagentur Huber

মসজিদের প্রাচীন ইষ্টকলিপি পাওয়ার বিষয়টি লালমনিরহাটের জেলা প্রশাসক মো. মোখলেছার রহমান সরকারের কাছে জানতে চাইলে তিনি জানান, যে তিনি নিজে ইষ্টকলিপিটি দেখেছেন৷ তাতে আরবি ভাষায় লেখা ছিলো৷ এছাড়া ইষ্টকলিপিটিতে হিজরি ৬৮ সনও লেখা ছিলো বলে জানিয়েছেন জেলা প্রশাসক৷

BM/240812/Interview: Interview of Lalmonirhat DC - MP3-Mono

ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জনগণের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি৷ তবে ঐতিহাসিকভাবে এই অঞ্চলে এই ধরণের ইষ্টকখন্ডটি আসলেই চিন্তার বিষয় বলে মন্তব্য করেন তিনি৷ কারণ এই এলাকাতে কোন ধর্ম প্রচারক অথবা পীর আউলিয়ার আগমনের কথা জানা যায় না৷

মোখলেছার রহমান সরকার বলেন, ‘‘নৃতাত্ত্বিকভাবেও এই এলাকার সঙ্গে এই আবিষ্কার ঠিক মেলে না৷ কারণ অষ্টম, নবম শতকে মধ্যপ্রাচ্য থেকে যারা এসেছিলেন তারা সমুদ্রপথ ব্যবহার করেছিলেন৷ আর এটা উপকূল থেকে অনেক দূরে৷ এখানে তেমন বড় কোন নদীও নেই৷ তবে এলাকার স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে এই ইষ্টকখণ্ডটি প্রত্নতাত্ত্বিকভাবে পরীক্ষা করার ব্যবস্থা করার কথা চিন্তা করছি আমরা৷''

সাক্ষাৎকার: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য