1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাসন মাজেন প্রধানমন্ত্রী!

৫ সেপ্টেম্বর ২০১৪

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে দেশ চালানোর পাশাপাশি সংসারের কাজেও বেশ পটু৷ স্ত্রী আাকি এক সাক্ষাৎকারে তাঁর স্বামী সম্পর্কে অনেক মজার কথা জানিয়েছেন৷ জাপানে নারীদের আরও এগিয়ে যেতে উৎসাহ দিচ্ছেন স্বামী-স্ত্রী৷

https://p.dw.com/p/1D6WH
Japan Preminierminister Shinzo Abe bei der Abreise 25.7.2014
ছবি: Yoshikazu Tsuno/AFP/Getty Images

জাপানের সমাজ অত্যন্ত পুরুষতান্ত্রিক হিসেবে পরিচিত৷ তার উপর সে দেশের প্রধানমন্ত্রীও রক্ষণশীল দলের নেতা৷ কিন্তু তাঁর স্ত্রী জানালেন, শিনজো আবে মোটেই ‘ম্যাচো' প্রকৃতির মানুষ নন৷ আসলে তিনি নিজেই এত ব্যস্ত থাকেন যে, স্বামীকেই সংসারের অনেক কাজ সামলাতে হয়৷ প্রধানমন্ত্রী তাই কখনো রান্নাঘরে বাসন মাজেন, কখনো আবর্জনা বাইরে ফেলে দিয়ে আসেন৷ এর আগে এমন ফার্স্ট লেডি দেখেননি জাপানের মানুষ৷

জাপানে নারীদের এগিয়ে চলার পথে সংসারে এমন ‘ফ্লেক্সিবিলিটি' প্রয়োজন বলে মনে করেন আকি আবে৷ তাঁর স্বামীও সরকারি ও বেসরকারি ক্ষেত্রে নারীদের আরও বেশি করে শামিল করার চেষ্টা চালাচ্ছেন৷ বুধবারই শিনজো আবে নিজের ১৮ সদস্যের মন্ত্রিসভায় পাঁচজন নারীকে অন্তর্ভুক্ত করলেন৷ এমন প্রতীকী পদক্ষেপ সত্ত্বেও জাপানে এমনকি অনেক উচ্চশিক্ষিত নারীও কর্মজগতে বেশি এগোতে পারেন না৷ ফলে উচ্চ পদে তাঁদের অনুপাত অত্যন্ত কম৷

Abe mit Ehefrau Akie 06.07.2014 Tokio
প্রধানমন্ত্রী ঘরের জিনিসপত্র প্রায়ই এদিক-ওদিক সরিয়ে রাখেনছবি: picture-alliance/dpa

সংবাদ সংস্থা এক সাক্ষাৎকারে আকি আবে নিজের স্বামীর সম্পর্কে আরও কিছু মন্তব্য করেছেন৷ তিনি বলেন, শিনজো আবে তাঁকে নানা কাজে উৎসাহ দেন৷ অরগ্যানিক চাল থেকে শুরু করে সমকামীদের অধিকার – বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়াতে ফার্স্ট লেডি হিসেবে তিনি সক্রিয় হয়ে উঠেছেন৷ তাই প্রায়ই সারা দিন বাইরে বাইরে থাকতে হয়৷ ঘরকন্নার দিকে মনোযোগ দেওয়ার সময় থাকে না৷ তখন প্রধানমন্ত্রীই ঘরের হাল ধরেন৷

তবে আবে পরিবারের সংসারে যে একেবারে সংঘাত হয় না তা নয়৷ যেমন প্রধানমন্ত্রী ঘরের জিনিসপত্র প্রায়ই এদিক-ওদিক সরিয়ে রাখেন৷ কিন্তু ফার্স্ট লেডি এমন স্বতঃস্ফূর্ত উদ্যোগ মোটেই পছন্দ করেন না৷ কারণ তাঁর মতে, সে সব ‘ভুল' জায়গায় রাখা হয়েছে৷ তখন প্রধানমন্ত্রীকে ধমক খেতে হয়৷ মাঝে মধ্যে তাঁকে নীচু স্বরে নিজের মনে ক্ষোভ প্রকাশ করতেও দেখেছেন আকি আবে৷ তবে কখনো নিজের ‘পৌরুষ' দেখিয়ে স্ত্রীকে নির্দেশ দেন না শিনজো আবে৷ শুধু রাজনৈতিক সিদ্ধান্তের প্রশ্নে স্ত্রীর মতামত শুনলেও নিজের লক্ষ্যেই অটল থাকেন তিনি৷

এসবি/ডিজি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য