1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউ সদর দপ্তরে ওবামা

২৬ মার্চ ২০১৪

বুধবার প্রথমবারের মতো ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ সেখানে তিনি ইইউ কাউন্সিল ও কমিশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন৷

https://p.dw.com/p/1BVsY
Barack Obama in Brüssel 25.03.2014
ছবি: Reuters

ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট হ্যারমান ফান রম্পয় ও ইইউ কমিশনের প্রেসিডেন্ট জোসে মানুয়েল বারোসোর সঙ্গে প্রায় ৭৫ মিনিট কথা বলবেন ওবামা৷ আলোচনায় ইউক্রেন সংকট প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে৷ কারণ এই সংকট নিয়ে রাশিয়ার বিরুদ্ধে একসঙ্গে ব্যবস্থা নিচ্ছে ইইউ ও যুক্তরাষ্ট্র৷

এর আগে সোমবার নেদারল্যান্ডসের দ্য হেগ-এ এক সম্মেলনে জি-৭ এর শীর্ষ নেতারা আগামী জুনে রাশিয়ার সোচিতে অনুষ্ঠিতব্য একটি সম্মেলনের স্থান পরিবর্তনে সম্মত হয়েছেন৷ ফলে সম্মেলনটি এখন ব্রাসেলসে হবে৷ এছাড়া রাশিয়াকে ঐ সম্মেলনে আমন্ত্রণও জানানো হয়নি৷

ব্রাসেলসে ২৪ ঘণ্টারও কম সময় থাকবেন ওবামা৷ এর মধ্যে ন্যাটো মহাসচিবের সঙ্গেও তাঁর বৈঠক করার কথা রয়েছে৷ গত সপ্তাহে ন্যাটো মহাসচিব বলেছিলেন, ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি শীতল যুদ্ধ শেষ হওয়ার পর ইউরোপের নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি৷

বাণিজ্য আলোচনা

ইইউ কর্মকর্তাদের সঙ্গে ওবামার বৈঠকে ইউক্রেন ছাড়াও ব্যবসা-বাণিজ্য নিয়ে কথাবার্তা হবে৷ দুই অঞ্চলের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলা নিয়ে যে আলোচনা চলছে, সেটা আরও এগিয়ে নেয়ার চেষ্টা করবেন তাঁরা৷ এটা সম্ভব হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ছাড়াও দুই অঞ্চলের জন্য বড় একটা চাকরির বাজার তৈরি হবে বলে মনে করা হচ্ছে৷

জেডএইচ / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য