1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৫ বিলিয়ন ফোন রেকর্ড

৭ ডিসেম্বর ২০১৩

সাবেক মার্কিন গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেনের কাছ থেকে পাওয়া তথ্য দিয়ে আবারও চমকে দেয়ার মতো প্রতিবেদন প্রকাশ করেছে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’৷ এতে বলা হয়েছে, বিশ্বজুড়ে মোবাইল ফোনের গতিবিধি অনুসরণ করছে এনএসএ৷

https://p.dw.com/p/1AUQ0
Symbolbild USA Prism NSA Abhörskandal
ছবি: imago/Christian Ohde

প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি' প্রতিদিন বিশ্বব্যাপী মোবাইল ফোনের অবস্থান সম্পর্কিত প্রায় ৫ বিলিয়ন রেকর্ড সংগ্রহ করছে৷ বিশ্লেষণমূলক পদ্ধতি ব্যবহার করে এই নজরদারি চালানো হচ্ছে – যাকে বলা হয় ‘কো-ট্রাভেলার'৷ এই পদ্ধতিতে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করে এনএসএ সেগুলোকে তাদের ডাটাবেজ বা তথ্যভাণ্ডারে জমা রাখছে৷ এ থেকে বোঝা যায়, এনএসএ পৃথিবীর যে-কোনো স্থানের মোবাইলের গতিবিধি এবং ঐ মোবাইল থেকে যাদেরকে ফোন করা হয় তাদের উপর নজরদারি করতে পারে৷

শুধু দেশের বাইরে যাওয়া মার্কিন নাগরিকের মোবাইল ফোনই নয়, তিনি যাকে ফোন বা বার্তা পাঠাচ্ছেন, তাকেও অনুসরণ করছে এনএসএ৷ সেইসঙ্গে দু'জনের মধ্যকার সম্পর্ক কি তাও অনুসন্ধান করছে সংস্থাটি – যা এতদিন ছিল অকল্পনীয়৷ সংবাদ সংস্থা এএফপি এ অভিযোগের বিষয়ে এনএসএ কর্মকর্তাদের প্রশ্ন করলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি৷

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সাধারণ মার্কিনিদের গোপনীয়তা যাতে লঙ্ঘিত না হয়, সেজন্য এনএসএ সংস্কারের প্রস্তাব তুলবেন তিনি৷ এমএসএনবিসি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন ওবামা৷

এপিবি/জেডএইচ (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য