1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খালেদা বললেন, ‘গণহত্যা’

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২ মার্চ ২০১৩

বাংলাদেশে যুদ্ধাপরাধের চলমান বিচারকে ‘প্রশ্নবিদ্ধ’ বলে মন্তব্য করলেন প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া৷ সারা দেশে সহিংসতার দায় সরকারের ওপর চাপিয়ে একে ‘গণহত্যা’ বলে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছেন৷

https://p.dw.com/p/17otn
ছবি: Reuters

জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়ের একদিন পর শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে প্রতিক্রিয়া জানালেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া৷ তিনি বললেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহবাগের আন্দোলনের প্রতি সমর্থন জানানোর কারণে এখন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রতিটি বিচারই প্রশ্নবিদ্ধ হবে৷

জামায়াতে ইসলামী বিএনপি'র নেতৃত্বে ১৮ দলীয় জোটের শরিক দল৷ সাঈদীর ফাঁসির দণ্ডের প্রতিবাদে দেশজুড়ে যে সহিংসতা চলছে, খালেদা জিয়া তার দায় চাপান সরকারের ওপর৷ তাঁর ভাষায় এই ‘গণহত্যার' প্রতিবাদে বিএনপি হরতাল ডেকেছে মঙ্গলবার৷ জামায়াত এর আগের দুই দিন রবি ও সোমবার টানা ৪৮ ঘন্টার হরতালের কর্মসূচি দেয় বিএনপির আগেই৷

এদিকে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলের নেতারা বলেছেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের দল জামায়াতকে খুশি করতে তাদের সঙ্গে ধারাবাহিকভাবে হরতাল দিয়েছে৷ ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন বলেন, একাত্তরে যারা গণহত্যা চালিয়েছে তাদের বাঁচাতেই নতুন গণহত্যা ‘আবিষ্কার' করেছেন বিএনপির চেয়ারপারসন৷

আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের রক্ষায় সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছেন৷

অন্যদিকে দেশের বিশিষ্টজনরা জামায়াত শিবিরের তাণ্ডব প্রতিরোধে সরকারকে আরো কঠোর এবং কৌশলী হওয়ার তাগিদ দিয়েছেন৷ যেমন বললেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের দুই জন উপদেষ্টা হাফিজউদ্দিন আহমেদ এবং অ্যাডভোকেট সুলতানা কামাল৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য