1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংশোধনী বিল আসছে

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৫ ফেব্রুয়ারি ২০১৩

যুদ্ধাপরাধ ট্রাইবুন্যাল আইনের সংশোধনী পাশ হলে ন্যায়বিচার নিশ্চিত হবে বলে মনে করেন আইনজীবীরা৷ এতে বিচার কাজ দীর্ঘদিন ঝুলে থাকার পথও বন্ধ হবে৷

https://p.dw.com/p/17deD
People attend a mass demonstration at Shahbagh intersection, demanding capital punishment for Bangladesh's Jamaat-e-Islami senior leader Abdul Quader Mollah, after a war crimes tribunal sentenced him to life imprisonment, in Dhaka February 8, 2013. About 100,000 people rallied in Bangladesh's capital on Friday to vent their anger at the country's feuding politicians, the fourth day of protests after an Islamist leader convicted of war crimes was spared execution. Most Bangladeshis had expected a death sentence to be handed to Mollah, 64, assistant secretary-general of Jamaat-e-Islami - the country's biggest Islamist party. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: CIVIL UNREST POLITICS CRIME LAW)
ছবি: REUTERS

বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদে মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল আইনের সংশোধনী বিল উত্থাপন করেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ৷ বিলটি এক দিনের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে আবার সংসদে উত্থাপনের জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে৷

এই আইনের সংশোধনী পাশ হলে বাদী-বিবাদী উভয় পক্ষই আপিল সুযোগ পাবে৷ আর আপিল নিষ্পত্তি করতে হবে ৬০ দিনের মধ্যে৷ আর শুধু বাদি বিবাদী নয়, চাইলে যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি ট্রাইবুন্যালের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন৷ যা ন্যায়বিচার নিশ্চিত করবে বলে মনে করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, আপিল নিষ্পত্তির সময়সীমা বেঁধে দেয়ায় মামলা ঝুলে থাকার আশঙ্কা মুক্ত হল৷ তিনি আরও বলেন, এই আইনের সংশোধনী ট্রাইবুন্যালের সব মামলার ক্ষেত্রেই প্রযোজ্য হবে এবং এতে বিচারকদের ওপর কোনো ধরণের প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়নি৷

জানা গেছে, সংসদীয় কমিটি বিলটি পরীক্ষা শেষে বৃহস্পতিবারই সংসদে আবার উত্থাপন করতে পারে৷ এরপর সংসদে বিলের ওপর সাধারণ আলোচনা হবে৷ তারপর বিলটি পাশ হয়ে আইনে পরিণত হওয়ার কথা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান