1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপ জুড়়ে তল্লাসি, সন্ত্রাসের হুমকি

১৯ জানুয়ারি ২০১৫

বেলজিয়ামের এক জিহাদি সেল-এর মুখ্য ষড়যন্ত্রকারী এখনও নিখোঁজ, এথেন্সে সে ধরা পড়েনি৷ জার্মানি ও ফ্রান্সে ইসলাম বিরোধী ব়্যালি নিষিদ্ধ করেছেন কর্তৃপক্ষ৷ এই পরিস্থিতিতে আজ ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সংঘটিত হচ্ছে৷

https://p.dw.com/p/1EMXQ
EU Außenministerrat 19.01.2015 Brüssel
ছবি: Reuters/Y. Herman

ইইউ পররাষ্ট্রমন্ত্রীবর্গ প্রধানত যে বিষয়টি নিয়ে আলোচনা করবেন, সেটি হল: ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট ইত্যাদি জঙ্গি গোষ্ঠীর হয়ে যুদ্ধ করার পর যে সব ইউরোপীয় তরুণ – এবং ক্ষেত্রবিশেষে তরুণীরা – দেশে ফিরছে, তাদের কী ভাবে সন্ত্রাসী কার্যকলাপ থেকে বিরত করা যায়৷ আগামী ১২ই ফেব্রুয়ারি ইইউ নেতৃবর্গের শীর্ষবৈঠকেও মূল আলোচ্য বিষয় হবে সন্ত্রাসবাদ প্রতিরোধ৷

শার্লি এব্দো হত্যাকাণ্ডের দ্বিতীয় আততায়ী, শেরিফ কুয়াশি-র বড়ভাই সঈদ কুয়াশি-কেও এবার প্যারিসের কাছে একটি অনামা কবরে গোর দেওয়া হয়েছে৷ এর আগের দিনই শেরিফ কুয়াশি-কে উত্তর-পূর্ব ফ্রান্সের ব়্যাঁস শহরে কবরস্থ করা হয়৷

Belgien Sicherheit Polizei Armee Anti Terror vor US Botschaft 17.01.2015
ব্রাসেলসে মার্কিন দূতাবাসের সামনে প্রহরাছবি: Reuters/E. Vidal

মূল উত্তেজনা এখন যে ব্যক্তিকে নিয়ে, তার নাম আবদেলহামিদ আবাউদ৷ বেলজিয়ামে যে সন্ত্রাসী ‘সেল' পুলিশ ফাঁড়িতে ঢুকে হত্যাকাণ্ড চালানোর পরিকল্পনা করছিল, তাদের মাথা নাকি এই আবাউদ – এবং পুলিশি অভিযানে ‘সেল'-এর দু'জন সদস্য নিহত ও অন্যান্যরা ধরা পড়ার পরেও আবাউদ এখনও পলাতক৷ গ্রিসের রাজধানী এথেন্স-এ যে চারজন ব্যক্তিকে সন্ত্রাসীদের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে আবাউদ ছিল না৷

জার্মানিতে বিতর্ক এখন চরমে, কেননা ইসলাম বিরোধী পেগিডা আন্দোলনের বিশিষ্টতম নেতা লুৎস বাখমান-কে হত্যার প্রচেষ্টা হতে পারে, বন্ধুসুলভ বিদেশি গুপ্তচর বিভাগের কাছ থেকে এই খবর পাওয়ার পরে ড্রেসডেন পুলিশ পেগিডা-র সোমবারের ‘ডেমো' নিষিদ্ধ করেছে – বস্তুত এই সোমবারে ড্রেসডেনে যাবতীয় সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে৷

Griechenland Athen Anti Terror Einsatz ARCHIV
এথেন্সে সন্ত্রাসী তল্লাস অভিযানছবি: Imago/Wassilis Aswestopoulos

অতঃপর জার্মানির প্রায় সব দল এবং রাজনীতিক পেগিডা-র সপক্ষে না হলেও, তাদের প্রতিবাদ সমাবেশ করার অধিকারের সপক্ষে অভিমত প্রকাশ করেছেন৷ মূল যুক্তি: সভা-সমাবেশ করে নিজের মত প্রকাশ করার সাংবিধানিক অধিকার এ ভাবে সীমিত করার জন্য কর্তৃপক্ষের কাছে প্রত্যয়যোগ্য কারণ থাকা প্রয়োজন৷ অপরদিকে পেগিডা ও এএফডি দলের প্রতিনিধিরা বলছেন, এ ভাবেই জার্মানির ‘‘ইসলামীকরণ'' ঘটছে৷

বহির্বিশ্বে, বিশেষ করে একাধিক মুসলিম অধ্যুষিত উন্নয়নশীল দেশে শার্লি এব্দো-র নতুন সংখ্যায় হজরত মোহাম্মদ (সা.)-এর চিত্রাঙ্কন নিয়ে ক্ষোভ ও রোষ চরমে পৌঁছেছে৷ আফ্রিকার নাইজার-এ দু'দিনব্যাপী দাঙ্গায় অন্তত দশজন নিহত হয়েছেন এবং একাধিক গির্জায় অগ্নিসংযোগ করা হয়েছে৷ লাহোর, করাচি ও ইসলামবাদ সহ পাকিস্তানের প্রায় সব মুখ্য শহরে প্রতিবাদ প্রদর্শন করা হয়েছে এবং ফরাসি পতাকা পোড়ানো হয়েছে৷

এসি/এসবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য