1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাশকতার আশঙ্কা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৭ নভেম্বর ২০১২

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের মালিকদের নাশকতার ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তিনি বলেছেন, তৈরি পোশাক কারখানায় একের পর একে আগুনের ঘটনায় কোন চক্র জড়িত বলে সন্দেহ করা হচ্ছে৷

https://p.dw.com/p/16qVz
ছবি: dapd

আশুলিয়ার তাজরিন ফ্যাশনস'এ আগুনের ঘটনায় একাধিক তদন্ত কমিটি এবং পুলিশ কাজ করছে৷ পুলিশ এ পর্যন্ত একজন মহিলাসহ ২ জনকে আটক করেছে৷ ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের উপ কমিশনার মনিরুল ইসলাম জানান আশুলিয়ায় তাদের আরেকটি গার্মেন্ট-এ আগুন লাগানোর সময় আটক করা হয়৷ তবে তাজরিন ফ্যাশনস'এর আগুনের সঙ্গে তারা জড়িত কিনা তা এখনো নিশ্চিত নয়৷ তাদের ধারণা তাজরিন ফ্যাশনস'এও নাশকতার ঘটনা থাকতে পারে৷ তাদের তদন্ত চলছে, বিষয়টি পরিষ্কার হতে সময় লাগবে৷

এদিকে প্রধানমন্ত্রী মঙ্গলবার এক অনুষ্ঠানে বলেছেন, নাশকতার ব্যাপারে পোশাক শিল্প মালিকদের সতর্ক থাকতে হবে৷ কারণ ২০ হাজার টাকার বিনিময়ে আগুন লাগাতে গিয়ে এক শ্রমিক ধরা পড়েছে৷ তিনি জানান, একাধিক তদন্ত কমিটি এবং পুলিশ আসল ঘটনা জানার চেষ্টা করছে৷ যারা এর জন্য দায়ী হবেন, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে৷ তিনি শ্রমিকদের সুযোগ সুবিধার দিকে নজর দেয়ার জন্যও মালিকদের অনুরোধ করেন৷

শ্রম মন্ত্রণালয়ও একটি তদন্ত কমিটি গঠন করেছে৷ তারা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু৷ তিনি জানিয়েছেন, তদন্তের ভিত্তিতেই ব্যবস্থা নেয়া হবে৷ বিজিএমইএ সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন জানিয়েছেন, তদন্তে যদি তাজরিন ফ্যাশনস'এর বিরুদ্ধে অবহেলার কোন প্রমাণ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে৷

এদিকে মঙ্গলবার সারাদেশে জাতীয় শোক দিবস পালন করা হয়৷ জাতীয় পতাকা রাখা হয় অর্ধনমিত৷ আর মসজিদসহ উপাসনালয়ে নিহতদের জন্য কল্যাণ কামনা করে প্রার্থনা করা হয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান