1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাজে বেরোলেই লাশ!

১৯ ডিসেম্বর ২০১২

পাকিস্তানে পোলিও টিকা কর্মীরা আতঙ্কিত৷ অন্তত আটজন পোলিও টিকা কর্মী মারা গেছেন আততায়ীর গুলিতে৷ বুধবারও মারা গেছেন দু’জন৷ এ পরিস্থিতিতে পাকিস্তানে সব পোলিও টিকা কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷

https://p.dw.com/p/175Mb
Rescue workers move the body of one of the Polio vaccination workers to a mortuary after four female polio vaccination workers were killed in Karachi, Pakistan, 18 December 2012. Unknown armed men killed four female workers, who were on a three-day polio vaccination campaign funded by UNICEF in Karachi. Polio is endemic in Pakistan, where local religious clerics and pro-Taliban lobby are reportedly trying to convince residents that the US-manufactured polio drops were designed to sterilize Pakistanis and reduce the Muslim population. EPA/REHAN KHAN
ছবি: picture-alliance/dpa

কাজে বেরোলেই লাশ৷ পোলিও টিকা কর্মসূচির কর্মীদের পাকিস্তানে এখন এই অবস্থা৷ বুধবার খাইবার পাখতুন প্রদেশের রাজধানী চারসাদ্দাতে এক কর্মী বেরিয়েছিলেন গাড়ি নিয়ে৷ পথে তিন ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে এসে গুলি করে সেই কর্মী এবং তাঁর গাড়ির চালককে৷ সঙ্গে সঙ্গেই মারা যান দু'জন৷ পেশোয়ারে ২০ বছর বয়সি হিলাল আহমেদও ব্যস্ত ছিলেন দেশ থেকে পোলিও নির্মূল করার কাজে৷ দূর থেকে কেউ একজন ঠিক মাথায় গুলি করে তাঁর৷ হিলাল এখন হাসপাতালে, চিকিৎসকরা বলছেন, তাঁর জীবন সংকটাপন্ন৷ পাকিস্তানে গত কয়েকদিন ধরেই চলছে পোলিও টিকা দান কর্মসূচির কর্মীদের ওপর হামলা৷ পুলিশ বলছে, তাতে এ পর্যন্ত মারা গেছেন আটজন৷

হামলার পেছনে ইসলামি মৌলবাদীদের হাত থাকতে পারে বলে অনুমান করা হলেও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি৷ তালেবান আগে থেকেই এমন কর্মসূচির বিরোধীতা করে আসছে৷ বিশেষ করে এক সাজানো টিকা দান কর্মসূচীর মাধ্যমে তথ্য সংগ্রহ করে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ওসামা বিন লাদেনকে হত্যা করার পর থেকে টিকাদান কর্মীসূচির ওপর তালেবানের রোষ আরো বেড়ে যায়৷ তবে সাম্প্রতিক হামলাগুলোর সঙ্গে তাদের জড়িত থাকার কথা এখনো তারা স্বীকার করেনি৷ বরং বুধবার পাকিস্তানি তালেবানের মুখপাত্র আহসানউল্লাহ আহসান বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, এসব হামলার সঙ্গে তারা জড়িত না৷

এসিবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য