1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পেট্রোল ও ডিজেলের দাম কমাতে চলেছে ভারত

দেবারতি গুহ৫ ডিসেম্বর ২০০৮

ভারত সরকার শুক্রবার পেট্রোলের দাম ১০ শতাংশ ও ডিজেলের দাম প্রায় ৬ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে বলে জানিয়েছেন দেশটির তেলমন্ত্রী মুরলি দেওরা৷ তবে শুধু ভারত নয়, পেট্রোপণ্যের দাম হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিবেশী দেশ চীনও৷

https://p.dw.com/p/GAPX
ভারত সরকার শুক্রবার পেট্রোলের দাম ১০ শতাংশ ও ডিজেলের দাম প্রায় ৬ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে (ফাইল ফটো)ছবি: AP

একদিকে মুম্বাই সন্ত্রাসী হামলার মতো ঘটনা, অন্যদিকে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট এবং ভারতীয় অর্থনীতিতে তার প্রভাব প্রতিকুল৷ এ-সব কারণে, নির্বাচনের আগে জনগণের সামনে মুখরক্ষার জন্য মরিয়া হয়ে উঠেছে ভারত সরকার৷ গত বছরের ফেব্রুয়ারী মাসের পর, তাই এই প্রথম তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত৷ যাকে বলে একেবারে ড্যামেজ কন্ট্রোল৷

অবশ্য পেট্রোল বা ডিজেলের দামই নয়, রান্নার গ্যাসেরও দাম কমাতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ জানা গেছে, রান্নার গ্যাসের ক্ষেত্রে সিলিন্ডার প্রতি ২০ টাকা পর্যন্ত কমাতে পারে ভারত৷ খুব স্বাভাবিকভাবেই, বিশ্ব বাজারে তেলের দাম কমাতেই এই পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার৷ সরকারি সূত্রের খবর অনুযায়ী, আগামী ১১-ই ডিসেম্বর মন্ত্রীসভার একটি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং৷ আর সেখানেই পেট্রোপণ্যের নতুন দাম নির্ধারিত হওয়ার কথা৷

তবে শুধু ভারতই নয়, আন্তর্জাতিক বাজারেও অপরিশোধিত তেলের দাম কমেছে উল্লেখযোগ্যভাবে৷ কমেছে জ্বালানি তেলের দামও৷ এমনকি, ভারতের শেয়ার বাজারও বিগত কয়েক মাসের তুলনায় অপেক্ষাকৃত চাঙ্গা৷ তাই ভারতের দেখাদেখি, চীনও রান্নার গ্যাস এবং পেট্রোপণ্যের দাম হ্রাস করার উদ্দ্যোগ নিয়েছে৷ শোনা যাচ্ছে, পেট্রোল পাম্প এবং পরিশোধনাগারগুলির জন্য কর বৃদ্ধি করে তেলের দাম কমাতে চলেছে বেইজিং৷