1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পেট্রোলিয়াম সঙ্কট - লাভ-লোকসান

সঞ্জীব বর্মন৭ আগস্ট ২০০৪

পেট্রোলিয়াম রপ্তানীকারী দেশগুলির জোট OPEC চলতি বছরে পেট্রোলিয়ামের উচ্চ মূল্যের কারণে রেকর্ড মাত্রার আয়ের আশা করছে৷

https://p.dw.com/p/DQ1P
ছবি: dpa


শুক্রবার ভিয়েনায় OPEC-এর পক্ষ থেকে জানানো হয়েছে, যে শুধুমাত্র পারস্য উপসাগরের রাষ্ট্রগুলিই চলতি বছরে ১৮,০০০ কোটি ডলার আয় করতে চলেছে, যা গত বছরের তুলনায় ৩,৫০০ কোটি ডলার বেশী৷ OPEC-এর প্রধান পুর্নোমো ইয়ুসগিয়ানতোরো বলেছেন, সেপ্টেম্বর মাসে উত্পাদন আরও বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ সম্প্রতি বিশ্বের বাজারে পেট্রোলিয়ামের দাম অস্বাভাবিক মাত্রায় বেড়ে যাওয়ার কারণেই উত্পাদন বাড়ানো হচ্ছে, বলেন তিনি৷

এদিকে রাশিয়ার সঙ্কটে জর্জরিত পেট্রোলিয়াম কোম্পানি ইয়ুকস শুক্রবার আদালতে এক গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে৷ আদালত রায় দিয়েছে, যে রাশিয়ার কর কর্তৃপক্ষ যেভাবে ইয়ুকস-এর সহযোগী এক কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, তা বে-আইনী - এবং অবিলম্বে এই সম্পত্তি ফিরিয়ে দিতে হবে৷ উল্লেখ্য, বকেয়া কর আদায় করতে রুশ কর্তৃপক্ষ ইয়ুকস-এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে চলেছে৷