1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পূর্ব ইউরোপে ফুটবলাররা বকেয়া ভাতা, বৈষম্যের শিকার হচ্ছেন

১৩ এপ্রিল ২০১১

পূর্ব ইউরোপের ফুটবল খেলোয়াড়দের স্বার্থ রক্ষার জন্যে ইন্টারন্যাশনাল প্লেয়ার্স ইউনিয়ন ফিফপ্রো একটি কমিটি গঠনের পরিকল্পনা করছে৷ এরই মধ্যে সংস্থাটির সদস্যরা খেলোয়াড়দের দুর্দশার বহু অভিযোগ তুলেছেন৷

https://p.dw.com/p/10sJP
ফুটবলারদের সমস্যা বাড়ছে পূর্ব ইউরোপেছবি: AP

পূর্ব ইউরোপের ফুটবল খেলোয়াড়দের সমস্যাগুলির মধ্যে টাকা-পয়সা দেরি করে দেওয়া, বৈষম্যমূলক আচরণ এবং সহিংসতার কথা উল্লেখ আছে৷ ফিফপ্রো-র ইউরোপীয় ডিভিশন পূর্ব ইউরোপে সংঘটিত বিভিন্ন ঘটনা খতিয়ে দেখতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে৷ ফিফপ্রোর ওয়েবসাইটে লেখা হয়েছে, ‘‘সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে গ্রিসে ফুটবলারদের উপর ভক্তদের হামলা এবং সাইপ্রাস, রোমানিয়া, সার্বিয়া, গ্রিস এবং রাশিয়ার ফুটবলারদের বেতন-ভাতা নিয়ে ক্রমাগত সমস্যার বিষয়গুলো রয়েছে৷ ফিফপ্রো এবং পূর্ব ইউরোপের জাতীয় খেলোয়াড় ইউনিয়ন অভিযোগের তোড়ে ভেসে যাচ্ছে৷ তার মধ্যে শুধু বেতন-ভাতা পরিশোধ না করা বা সহিংসতা অন্তর্ভুক্ত রয়েছে তা নয়, বৈষম্যমূলক আচরণ এবং ম্যাচ ফিক্সিং-এর মতো দুর্নীতিও রয়েছে৷''

Fußball EM 2010 Qualifikationsspiele Rumänien Albanien Flash-Galerie
একটি কমিটি ফুটবলারদের সমস্যা খতিয়ে দেখবেছবি: AP

পূর্ব ইউরোপের ফুটবল খেলোয়াড়দের ঐ সংগঠন বলছে, কমিটি পাঁচটি প্রধান বিষয়ের দিকে নজর দেবে৷ যার মধ্যে রয়েছে একটি অত্যন্ত উচ্চ মানের খেলোয়াড় ইউনিয়ন প্রতিষ্ঠা করা, যা তাদের নেই৷ চুক্তির অধীনে বাধ্যবাধকতা প্রতিষ্ঠা করা, ম্যাচ ফিক্সিং-এর বিরুদ্ধে লড়াই, বৈষম্য দূর করা এবং খেলোয়াড়দের ওপরে সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো৷

সংস্থাটির ইউরোপীয় ডিভিশনের প্রেসিডেন্ট ফিলিপ পিয়াট বলেছেন, ‘‘পূর্ব ইউরোপে খেলোয়াড়দের অধিকার অমান্য করার এই বিষয়টির দিক থেকে বিশ্ব ফুটবলের দৃষ্টি ফিরিয়ে নেওয়া গ্রহণযোগ্য নয়৷'' তিনি বলেন, ‘‘কিন্তু ফিফপ্রো আর দৃষ্টি ফিরিয়ে নেবে না৷ খেলোয়াড়দের সহায়তা করার দায়িত্ব নেবো আমরা৷ ঐ সব বৈষম্যমূলক আচরণের সমাপ্তি ঘটানোর এটাই সর্বোচ্চ সময়৷''

তিনি একই সঙ্গে এই ব্যাপারে আরো কিছু করার জন্যে ইউরোপের শীর্ষ ফুটবল ফেডারেশন ফিফা এবং ইউইএফএ-র প্রতি আহ্বান জানান৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন