1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেয়াল-চেলসি ফাইনাল

৭ আগস্ট ২০১৩

কিছুদিন আগেও রেয়াল মাদ্রিদের কোচ ছিলেন তিনি৷ সেখানে থাকতেই ঝামেলা শুরু৷ চেলসির কোচ হয়ে সেই অতীত ভোলেননি জোসে মুরিনিয়ো৷ বুধবারের রেয়াল-চেলসি ফাইনালের আগেও রেয়ালকে একহাত নিয়েছেন৷

https://p.dw.com/p/19L6Z
ছবি: picture-alliance/dpa

রেয়াল মাদ্রিদের কোচ থাকার সময় ক্লাব কর্মকর্তাদের সঙ্গে খুব একটা ভালো সময় যায়নি পর্তুগিজ মুরিনিয়োর৷ চিরকাল দেদার টাকা উড়িয়ে দামি দামি খেলোয়াড় আনলেও তাঁর সময়টায় যেন কিপ্টেমি শুরু করেছিল স্পেনের ক্লাবটি৷ লুই ফিগো, জিনেদিন জিদান, কাকা এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো – এই চারজনকেই রেয়াল কিনেছে ট্র্রান্সফার ফি-র নতুন বিশ্বরেকর্ড গড়ে৷ রোনাল্ডো দলে থাকায় রেকর্ডটি এখনো তাদেরই দখলে৷ কিন্তু মুরিনিয়ো কোচ হবার পর রেয়ালের মালিক বেশি দামে খেলোয়াড় কেনার নিয়ম থেকে বেরিয়ে এসেছিল৷ কোচ হিসেবে বার্সেলোনার আধিপত্যের সময়টাই তাই বড় অস্ত্র হিসেবে পছন্দ মতো নতুন কাউকে নিতে পারেননি মুরিনিয়ো৷ শেষ দিকে বরং নিজের তারকা খেলোয়াড়দের সঙ্গেই জড়িয়েছিলেন নীরব বিবাদে৷ গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে তাই কোনো কোনো ম্যাচে বসিয়েও রেখেছেন তিনি৷

Abschiedsspiel Michael Ballack
মুরিনিয়োর কাছে রেয়াল মানে ‘পুলিশ’, ফুটবল নয়ছবি: Bongarts/Getty Images

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মুরিনিয়ো রোনাল্ডোকেও তাচ্ছিল্য করেছেন, ব্রাজিলের সুপারস্টার রোনাল্ডোর সঙ্গে তুলনা করে৷ তাঁর ভাষায়, ব্রাজিলের রোনাল্ডোই আসল রোনাল্ডো, ক্রিস্টিয়ানো তাঁর ছায়া মাত্র! শুধু রোনাল্ডো কেন, রেয়ালকেও ছেড়ে কথা বলেননি চেলসির কোচ হয়ে আবার ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরা মুরিনিয়ো৷ তাঁর ভাষায়, ‘‘মাদ্রিদ অনেকটা পুলিশি সংগঠন, ওদের সঙ্গে ফুটবল বা খেলাধুলা খুব একটা যায় না৷''

বুধবার এই ‘পুলিশ' ক্লাবের বিপক্ষেই ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের ফাইনাল খেলবে চেলসি৷ খেলা হবে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে৷ ম্যাচের আগে রোনাল্ডো বলেছেন, ‘‘আমরা চেলসির বিপক্ষে খেলবো, তাদের কোচের বিপক্ষে নয়৷ আর সব ম্যাচের মতো এ ম্যাচটাও জিততে চাই আমি৷ পর্তুগালে আমরা একটা কথা বলি – যে থালায় খাই সে থালায় কখনো থুতু ফেলা উচিত নয়৷ আমি কথাটা বিশ্বাস করি৷ আমি (মুরিনিয়োর চেয়ে) ইতিবাচক অন্য কোনো বিষয় নিয়ে ভাবতে পছন্দ করি৷''

বলা বাহুল্য, কথার জবাব খেলায় দিতে চায় রেয়াল মাদ্রিদ৷

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য