পুরস্কারের প্রাপ্তিস্বীকার | পাঠক ভাবনা | DW | 14.03.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

পুরস্কারের প্রাপ্তিস্বীকার

টিভি অনুষ্ঠান ‘অন্বেষণ' -এর বিশেষ ধাঁধা প্রতিযোগিতায় বিজয়ী বন্ধু রীমা তাঁর পুরস্কারটি হাতে পেয়েছেন৷ ই-মেল মারফত আমাদের সে কথাই জানিয়েছেন তিনি৷

টিভি অনুষ্ঠান ‘অন্বেষণ' -এর বিশেষ ধাঁধা প্রতিযোগিতায় বিজয়ী বন্ধু রীমা তাঁর পুরস্কারটি হাতে পেয়েছেন৷ ই-মেল মারফত আমাদের সে কথাই জানিয়েছেন তিনি৷

তিনি লিখেছেন, ‘‘প্রিয় ডয়চে ভেলের বন্ধুরা, শুভেচ্ছা নেবেন৷ আমি আনন্দের সাথে জানাচ্ছি যে অন্বেষণের বিজয়ী পুরস্কার হাতে পেয়েছি৷ এ জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই৷ পেন্সিল ও কাটার পেয়ে আমি খুশি৷ এ জন্য খুশি যে এটা তো ডয়চে ভেলে থেকে পাওয়া পুরস্কার, তাই৷ যে যাই বলুক, আমি বলবো ডয়চে ভেলে কথা দিয়ে কথা রাখে৷ বাংলাদেশের ডাক বিভাগ খুবই দুর্নীতি পরায়ন, যার ফলে ৮০ভাগ পুরস্কার রাস্তায় হারিয়ে যায়৷ আইপড দেননি ভালো হয়েছে৷ কারণ আইপড দিলে পেতাম না৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে৷ ভালো থাকবেন সবাই৷ আতিয়া সুলতানা রীমা, নাটোর থেকে৷

- ধন্যবাদ বোন রীমা৷ পুরস্কার পেয়ে আপনি খুশি জেনে আমরাও খুশি৷ আসলে বন্ধুদের খুশিতেই আমাদের আনন্দ৷ ভালো থাকবেন৷ আগামী ই-মেলে আপনার মতামতের অপেক্ষায় রইলাম৷ অন্য বন্ধুদেরও আমাদের প্রতিবেদন সম্পর্কে মতামত জানানোর অুরোধ করছি৷ সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা৷

পরের ই-মেলে দেওয়ান কামরুল হাসান রথি লিখেছেন ঠিক এভাবে, ‘‘মাননীয় অ্যাডমিন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইলো, আশা করি আপনারা রাখবেন৷ আপনাদের ডয়চে ভেলে ফেসবুক পেজে অনেকে ‘ফটো কমেন্ট' করে, যা অনেক সময় দৃষ্টিকটু৷ দয়া করে এ সব ইউজারদের কমেন্ট করা বন্ধ করে দিন৷ এছাড়া অনেকে আবার মেয়ে সেজে তাদের ফেসবুক পেজের মার্কেটিং করে, যা আরো দৃষ্টিকটু৷ এদেরকেও ডিলিট করে দিন৷ আমরা চাই সুন্দর, সুস্থ, শিক্ষামুলক একটি পেজ৷

- আমরাও কিন্তু ঠিক সেটাই চাই বন্ধুরা৷ চাই পাঠকদের কাছ থেকে শোভন মন্তব্য৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন