1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুভ নববর্ষ

১ জানুয়ারি ২০১৩

বছর কেন, শতাব্দী কি সহস্রাব্দ বদলালেও রাজনীতি, অর্থনীতি, কম্পিউটার, কিছুই আটকে পড়ে না৷ তবুও নববর্ষ আনে এক আশা-উদ্দীপনার জোয়ার৷ সেটাই হয়ত প্রকৃতির নিয়ম, কেউ কেউ বলবেন মনুষ্যপ্রকৃতির৷

https://p.dw.com/p/17BrI
ছবি: Getty Images

নববর্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা বড় যাত্রাপালা শেষ হলো৷ যাত্রার নাম ‘ফিস্কাল ক্লিফ' বা আর্থিক খাড়াই৷ সেই খাড়াই থেকে দেশ যাতে ধড়াম করে পপাত ধরণীতলে না হয়, সেজন্য মার্কিন সেনেটে রিপাবলিকান-ডেমোক্র্যাটরা তাদের অনন্ত কাজিয়া অন্তত কিছুক্ষণের জন্য বন্ধ রেখে দেশের গাড্ডায় পড়াটা রুখেছে৷

নববর্ষে উপমহাদেশের দুই মহা বৈরী ভারত ও পাকিস্তান তাদের আণবিক কলকারখানার ফর্দ্দ বিনিময় করেছে৷ উত্তর কোরিয়ার নতুন নেতা কিম জং উন দুই কোরিয়ার দিকে শ্বেত পারাবত উড়িয়েছেন এবং বেচাল দেখলে তাকে হাউই দিয়ে ভূপাতিত করার ভয় দেখাননি৷ হংকং'এ হাজার হাজার মানুষ তাদের অপ্রিয় নেতা লিয়ুং চুন-ইং'এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এবং আরো বেশি গণতন্ত্র দাবি করেছে৷

Silvester 2012 Neujahr 2013 New York Times Square
নববর্ষের আনন্দে মেতেছে নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যার...ছবি: Getty Images

অস্ট্রেলিয়ার বন্ডি সৌকতে নিউ ইয়ার্স পার্টি মাটি করেছে হাঙর আতঙ্ক৷ ফিলিপিনের নিউ ইয়ার পার্টিগুলিতে যথারীতি বহু মানুষ বাজি ফেটে এবং এলোমেলো গুলিচালনায় আহত হয়েছে৷ ওদিকে কর্তৃপক্ষ সিগারেট এবং সুরার উপর ‘সিন ট্যাক্স বা ‘পাপ কর' বসানোয় নেশাখোরদের মুখ ভার৷

তবে নববর্ষকে স্বাগত জানানোর ব্যাপারে অস্ট্রেলিয়ার সিডনি হার্বর, বার্লিনের পার্টি মাইল, লন্ডন আই অথবা নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারের জুড়ি নেই৷ খানিকটা রেষারেষিও যে নেই, এমন নয়৷ বার্লিন বলে, নিউ ইয়র্কের ওটা তো একটা সংগঠিত অনুষ্ঠান, আসল পার্টি করি আমরা৷ এবার যেমন ব্রান্ডেনবুর্গ তোরণে দশ লক্ষ মানুষ একসঙ্গে গাংনাম স্টাইল নেচে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস'এ ঢোকার চেষ্টা করেছে৷ ওদিকে ঠিক মধ্যরাত্রে গোটা এগারো মিনিট ধরে আতশবাজি পোড়ে, ছ'হাজার হাউই ওঠে বার্লিনের আকাশে, ফেটে ফুলঝুরি হয়ে ছড়িয়ে পড়ে৷

Silvester 2012 Neujahr 2013 Indien
ভারতে এবার নবনর্ষ পালন হচ্ছে কোনোরকম জাকজমক ছাড়াই...ছবি: Getty Images

সিডনি'তে এবার ফেটেছে সাত টন ওজনের আতশবাজি, তার মধ্যে পটকাই ছিল এক লাখ৷ তবে দুনিয়ার সর্বত্রই যে মানুষ বাজি পোড়াতে আর ফুর্তি করতেই ব্যস্ত ছিল, এমন নয়৷ জাপানে নববর্ষ হলো শিন্টো মন্দিরে গিয়ে প্রার্থনা করার সময়৷ আর ভারতের রাজধানীতে এবার গণধর্ষণের শিকার হয়ে যে ২৩ বছরের তরুণী প্রাণ হারিয়েছে, তাঁর স্মৃতি ও দুঃসহ শোক মানুষকে স্তব্ধ করে দিয়েছে: জিমখানা ক্লাব এবং অশোকা হেটেলের মতো প্রতিষ্ঠান তাদের নববর্ষের উৎসব বাতিল করেছে৷

এসি/ডিজি (ডিপিএ, রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান