1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘পুতুল’ বিরোধীদের সঙ্গে সংলাপে নয়

৬ জানুয়ারি ২০১৩

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রবিবার, তাঁর ভাষায়, একটি ‘শান্তি পরিকল্পনা’ ঘোষণা করেছেন৷ ‘সিরিয়ার সঙ্গে বেঈমানি করেনি’ এমন পক্ষের সঙ্গে পুর্নমিত্রতা বৈঠকের আহ্বান জানিয়েছেন তিনি৷

https://p.dw.com/p/17Ert
Syria's President Bashar al-Assad speaks at the Opera House in Damascus in this still image taken from video January 6, 2013. REUTERS/Syrian TV via Reuters TV (SYRIA - Tags: POLITICS PROFILE TPX IMAGES OF THE DAY) NO SALES. NO ARCHIVES. FOR EDITORIAL USE ONLY. NOT FOR SALE FOR MARKETING OR ADVERTISING CAMPAIGNS. THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY. IT IS DISTRIBUTED, EXACTLY AS RECEIVED BY REUTERS, AS A SERVICE TO CLIENTS. SYRIA OUT. NO COMMERCIAL OR EDITORIAL SALES IN SYRIA
ছবি: Reuters

দীর্ঘ বিরতির পর অবশেষে আবারো জনসমক্ষে হাজির হয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ৷ রবিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বাশার জানান, গত ২১ মাস ধরে চলা সংকট রাজনৈতিকভাবে নিরসনের লক্ষ্যে তাঁর সরকার কোন সঙ্গী খুঁজে পায়নি৷ সিরিয়া সংকট নিরসনে দীর্ঘসূত্রিতা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘একমাত্র কারণ হচ্ছে আমরা সঙ্গী খুঁজে পাইনি৷ এর অর্থ এই নয় যে আমরা রাজনৈতিক সমাধানে আগ্রহী নই৷''

Ausschnitt aus: Residents gather near bodies of men whom activists said were killed by forces loyal to Syria's President Bashar Al-Assad, before their funeral in Daraya near Damascus December 12, 2012. Picture taken December 12. REUTERS/Kenan Al-Derani/Shaam News Network/Handout (SYRIA - Tags: POLITICS CIVIL UNREST) FOR EDITORIAL USE ONLY. NOT FOR SALE FOR MARKETING OR ADVERTISING CAMPAIGNS. THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY. IT IS DISTRIBUTED, EXACTLY AS RECEIVED BY REUTERS, AS A SERVICE TO CLIENTS
সিরিয়ায় গত ২১ মাস ধরে চলা সরকারবিরোধী আন্দোলনে নিহতের সংখ্যা কমপক্ষে ৬০,০০০ছবি: Reuters

দামেস্কের একটি সাংস্কৃতিক কেন্দ্রে এই ভাষণ প্রদান করেন আসাদ৷ এসময় সেখানে উপস্থিত জনতা করতালি প্রদানের মাধ্যমে তাঁকে সমর্থন জানান৷ সিরিয়ার বিরোধী পক্ষের দিকে ইঙ্গিত করে আসাদ বলেন, ‘‘আমরা এখন যাদের মোকাবিলা করছি, তারা আল-কায়দা ভাবাদর্শের বাহক৷''

সর্বশেষ গত ৩ জুন জনসমক্ষে হাজির হয়েছিলেন বাশার আল-আসাদ৷ এছাড়া গত নভেম্বরে রাশিয়ার একটি টেলিভিশনে সাক্ষাৎকার প্রদান করেন তিনি৷ সেসময় আসাদ দেশত্যাগের সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দেন৷ এরপর থেকে নিজের দেশে চলমান সহিংসতা নিয়ে কোন মন্তব্য করেননি সিরিয়া প্রেসিডেন্ট৷ অথচ গত ২১ মাস ধরে চলা সরকারবিরোধী আন্দোলনে নিহতের সংখ্যা কমপক্ষে ৬০,০০০৷ জাতিসংঘের পরিসংখ্যান জানাচ্ছে এই তথ্য৷

রবিবারের ভাষণে অবশ্য আসাদ যুদ্ধ থেকে বেরিয়ে এসে সকল সিরীয়কে সমবেতভাবে দেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান৷ তিনি অভিযোগ করে বলেন, বিদেশি শক্তি তাঁর দেশে চলমান বিরোধে ইন্ধন যোগাচ্ছে৷ তিনি বলেন, ‘‘অন্যত্র সরে যাওয়া মানুষদেরকে তাদের ঘরে ফিরিয়ে আনতে চাইলে আঞ্চলিক এবং আন্তর্জাতিক দেশগুলো সশস্ত্র মানুষদেরকে যে সহায়তা করছে সেটা অবশ্যই বন্ধ করতে হবে... ঠিক এরপরই আমাদের সেনা অভিযানে বিরতি টানা হবে৷''

এদিকে আসাদের ভাষণের পর ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, রাজনৈতিক পথে সিরিয়ার চলমান যুদ্ধ থামাতে চাইলে বাশার আল-আসাদকে আগে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে৷ ইইউ'র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটনের এক মুখপাত্র একথা জানিয়েছেন৷ এছাড়া ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের দাবি হচ্ছে, আসাদ সংস্কারের মিথ্যা আশ্বাস দিচ্ছেন, যা কাউকে ভোলাতে পারবে না৷

এআই / জেডএইচ (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য