1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পালিয়ে গেলেন থাকসিন

হাফসা হোসাইন১১ আগস্ট ২০০৮

দুর্নীতি মামলায় আদালতে হাজিরা না দিয়ে আবারো ব্রিটেনে পাড়ি জমালেন ক্ষমতাচ্যুত থাই প্রধানমন্ত্রী থাকসিন শিনাওয়াত্রা৷ বলেছেন, তিনি ও স্ত্রী পোজামান থাই আদালতের মুখোমুখি হবেন না৷ ব্রিটেনেই থাকবেন তাঁরা৷

https://p.dw.com/p/Eux8
থাকসিন শিনাওয়াত্রা (ফাইল ফটো)ছবি: AP

অবৈধভাবে সরকারি জমি কেনার অভিযোগে দায়ের করা মামলার শুনানির জন্য সোমবার তাঁদের আদালতে হাজিরা দেওয়ার কথা ছিলো৷ এদিকে শুনানিতে হাজিরা না দেয়ায় দ্রুতই ব্যবস্থা নিয়েছে থাই সুপ্রিম কোর্ট৷ জামিনের শর্ত অমান্য করায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে থাকসিন শিনাওয়াত্রা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে৷ সেইসঙ্গে তাঁদের জামিনের ১ কোটি ৩০ লাখ বাট্ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত৷

সোমবার সকালে শিনাওয়াত্রা হাতে লেখা এক বিবৃতিতে জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত৷ তাঁকে রাজনীতি থেকে দূরে রাখতেই এসব করা হচ্ছে৷

ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের মালিক ধনকুবের এই সাবেক প্রধানমন্ত্রী আরো বলেছেন, যদি ভাগ্য ভালো থাকে তো আবারো ফিরবেন থাইল্যান্ডে৷ সাধারণ আর দশজন থাইয়ের মতো দেশের মাটিতেই মরতে চান তিনিও৷ নিজ দেশ ছেড়ে ব্রিটেন যাওয়ার জন্য দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন শিনাওয়াত্রা৷

পর্যবেক্ষকদের ধারণা, ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন সাবেক এই থাই প্রধানমন্ত্রী৷

২০০৬ সালে রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর ব্রিটেনে নির্বাসনে যান শিনাওয়াত্রা৷ তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ আনা হয়৷ ৫ বছরের জন্য তাঁর উপর রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়৷ নিষিদ্ধ ঘোষণা করা হয় তাঁর থাই রাক থাই পার্টি৷

এ বছরের জানুয়ারিতে শিনাওয়াত্রা সমর্থিত পিপলস পাওয়ার পার্টি নির্বাচনে জিতে জোট সরকার গঠন করার পর মার্চে থাইল্যান্ড ফিরেছিলেন তিনি৷ তাঁর মাথার উপর ঝুলছে সরকারি অর্থে ব্যক্তিগত ব্যবসা বাড়ানো, কর ফাঁকি, ক্ষমতার অপব্যবহার করে স্ত্রীর নামে সরকারি জমি কেনা, সম্পত্তির তথ্য গোপন ছাড়াও বেশ কয়েকটি মামলা৷