1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোরবানির ঈদ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৭ অক্টোবর ২০১২

হিংসা, হানাহানি ভুলে ত্যাগের মনোভাব নিয়ে সবাইকে সবার জন্য এগিয়ে আসার প্রার্থনার মধ্য দিয়ে বাংলাদেশে পালিত হচ্ছে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহা৷

https://p.dw.com/p/16Y59
Muslims perform Eid al-Adha prayers at the Jama Masjid in the old quarters of Delhi October 27, 2012. Muslims around the world celebrate Eid-al-Adha, marking the end of the haj, by slaughtering sheep, goats, cows and camels to commemorate Prophet Abraham's willingness to sacrifice his son Ismail on God's command. REUTERS/B Mathur (INDIA - Tags: RELIGION TPX IMAGES OF THE DAY)
ছবি: Reuters

ঈদের জামাতে মুসলিম উম্মাহসহ মানব জাতির শান্তি এবং কল্যাণ কামনা করা হয়েছে৷ আর এবার ঈদের দিনও পশুর হাটে ছিল পশু ব্যবসায়ীদের কান্না৷

ঢাকার জাতীয় ঈদগায়ে ঈদের প্রধান জামাতের মধ্য দিয়ে শুরু হয় ঈদ-উল-আজহার আনুষ্ঠানিকতা৷

সকালে এই জামাতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও মন্ত্রিসভার সদস্যসহ সাধারণ মানুষ সবাই এক কাতারে ঈদের নামাজ আদায় করেন৷ নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা করা হয়৷ প্রার্থনা করা হয় দেশ ও দেশের মানুষের জন্য৷

ঈদগায়ে মহিলাদের জন্যও আলাদাভাবে নামাজের ব্যবস্থা করা হয়৷ সমবেত মুসল্লিরা হিংসা হানাহানি ভুলে প্রত্যেকে প্রত্যেকের কল্যাণে কাজ করার প্রার্থনা করেন৷ তারা বলেন তাহলেই কোরবানির ত্যাগের মহিমা ছড়িয়ে পড়বে৷

শিশুদের আনন্দ সবার চেয়ে বেশি৷ আবার যারা এই প্রথম ঈদগায়ে নামাজ পড়তে এসেছেন তাদের ছিল অন্য রকম অনুভূতি৷ শিশুদের ঈদগায়ে আনতে পেরে অভিভাবকরাও অনেক খুশি৷

নামাজের পর পশু কোরবানি দেন মুসলমানরা৷ হযরত ইব্রাহিম (আঃ)-এর চরম আত্মত্যাগের অনুসরণেই এই কোরবানি৷

এদিকে এবার ঈদের দিনেও পশুর হাটে পশু নিয়ে ঠাঁয় দাড়িয়ে থাকেন ব্যাপারিরা৷ তারা একদিকে লোকসান দিয়েছেন৷ আরেক দিকে সব পশু বিক্রি না হওয়ায় তা নিয়ে পড়েছেন বিপাকে৷ লোকসানের পর এই পশুগুলো ট্রাক ভাড়া দিয়ে নিয়ে যাওয়ার সামর্থ্য যেন তাদের নেই৷ তার উপর হাটের ইজারাদারদের অত্যাচার৷ পশু বিক্রি না হলেও তারা হাসিল দাবি করছেন৷ সব মিলিয়ে ব্যাপারিদের কান্নায় ঈদের আনন্দ কিছুটা হলেও ম্লান হয়েছে৷

রাষ্ট্রপতি মো, জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন৷ তাঁরা সবাইকে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য