1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাখি বোঝে মানুষের চোখের ভাষা

১৭ এপ্রিল ২০০৯

কাকের চোখ নাকি নারীর চোখের মত ! বিশেষ করে দাঁড়কাক নাকি নারীর চোখের মতো বলে দিতে পারে অন্য আরেকটি চোখ কি চায় তার কাছে....৷

https://p.dw.com/p/HZ6Z
একটি পোষা কাকছবি: DW-TV

বলা হয়ে থাকে, চোখ হচ্ছে মনের দরজা৷ একজন মানুষের অনুভুতি ও ইচ্ছার অভিব্যক্তি আয়নার মতো ফুটে ওঠে তার দৃষ্টিতে৷একজন মানুষ অন্যের দিকে তাকালে দ্বিতীয়জন বুঝতে পারে তার চোখের ভাষা৷ সে অনুযায়ী তার আচরণও বদলে যায়৷ কিন্তু মানুষ বাদে অন্য কোনো প্রাণীর বেলায় কি এমনটি ঘটে ?

নতুন এক গবেষণার ফলাফলে জানা গেছে, পাখিরা মানুষের চোখের ভাষা বুঝতে পারে৷ কোনো মানুষ পাখির দিকে তাকালে সে টের পায়, মানুষটি তাকে দেখছে৷ সে অনুযায়ী পাখিটি সাড়াও দিয়ে থাকে৷ ইংল্যান্ডের বিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের নেথান জে ইমেরি এবং অগাস্ট এম.পি.ফন বায়ার্ন নামে দু'গবেষক পরীক্ষা করে দেখেছেন, কাক প্রজাতিরই দোসর জ্যাকড বা দাঁড়কাক মানুষের চোখের দৃষ্টি দেখে তার ব্যাপারে ওই মানুষটির অনুভুতি বুঝতে পারে৷ মানুষের চোখের ভাষা বোঝার ব্যাপারে তারা খুবই স্পর্শকাতর৷ নেথান ইমেরি ও অগাস্ট ফন বায়ার্নেরর দেওয়া তথ্য অনুযায়ী, জ্যাকড জাতের দাঁড়কাকের বেলায় দেখা গেছে, প্রিয় কোনো খাবার দেওয়া হলে ব্যক্তিটি পরিচিত হলে পাখিটি ভয় পায় না৷ পরিচিত ওই ব্যক্তি যদি অন্য দিকে তাকিয়ে থাকে, সে ক্ষেত্রে জ্যাকড নিজেকে আরও নিরাপদ মনে করে৷ সেই ব্যক্তিটি সরাসরি খাবারের দিকে তাকালে তার আচরণ বদলে যায়৷ তবে ভয় পেলেও প্রিয় খাবার ছেড়ে সরে যেতে তার একটু সময় লাগে৷ কিন্তু খাবার দেওয়া ব্যক্তি অপরিচিত হলে এবং সে সরাসরি ওই খাবারের দিকে তাকালে পাখির মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়৷

গবেষকেরা জানান, পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে মানুষ যে আকার-ইঙ্গিত করে, তারও কিছু ব্যবহার করতে সক্ষম এই দাঁড়কাক৷ যেমন, এক জায়গা থেকে আর এক জায়গায় চোখ ফেরানো, বা নির্দিষ্ট কিছুর দিকে ইঙ্গিত করা৷ মানুষের দৃষ্টির আভাস থেকে পাখি তার লুকিয়ে রাখা খাবারও খুঁজে নিতে পারে৷ মানুষের দৃষ্টি বুঝে নেয়ার ক্ষমতা অবশ্য পশু পাখিদের মধ্যে বিরল৷ সেদিক থেকে জ্যাকড ব্যতিক্রমই বলতে হবে৷ গবেষকেরা মনে করেন, মানুষের চোখের ভাষা বোঝার ক্ষেত্রে জ্যাকড জাতের দাঁড়কাকের ব্যতিক্রমী চোখও বেশ কাজ দেয়৷ গড়পড়তা পাখির চেয়ে তাদের চোখের মণি অন্য রকম৷ পাখিটির গভীর কালো চোখের মণির চারপাশে রয়েছে রুপালি আভাযুক্ত সাদা আইরিস৷ এর সঙ্গে মানুষের চোখের গঠনেরও বেশ মিল রয়েছে৷ এ কারণে মানুষের চোখের আকার-ইঙ্গিত তারা ভালো বুঝতে পারে বলে ধারণা করা হচ্ছে৷

প্রতিবেদক: ফারজানা কবীর খান, সম্পাদক: আবদুল্লাহ আল-ফারূক