1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তান সেনার আফগান সীমান্তে অভিযান

৫ জুলাই ২০১১

আফগান সীমান্তে অবস্থিত কুররাম অঞ্চলে বিমান হামলার পাশাপাশি সেনা হামলা শুরু করেছে পাকিস্তান৷ গতকাল এ তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী৷ প্রসঙ্গত, ওসামা বিন লাদেনের মৃত্যুর পর এই প্রথম সামরিক হামলা চালালো পাকিস্তান৷

https://p.dw.com/p/11p0U
Pakistani tribesmen carry a casket of a victim of NATO oil tanker explosion for a funeral prayer in Landi Kotal near Afghan border in Pakistan on Saturday, May 21, 2011. A tanker carrying oil for NATO forces in Afghanistan exploded Saturday in northwestern Pakistan as people tried to siphon off some of its fuel, and 15 were killed, an official said. (AP Photo/Qazi Rauf)
কুররাম এলাকায় তালেবান জঙ্গিরা আশ্রয় গ্রহণ করছে বহুদিনছবি: AP

সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতাহার আব্বাস অবশ্য এই অভিযান সম্পর্কে খুব বেশি কিছু বলেননি৷ তবে জানা গেছে, কুররাম এলাকায় তালেবান জঙ্গিরা আশ্রয় গ্রহণ করছে অনেকদিন ধরেই৷ আর আতাহার আব্বাস জানিয়েছেন, আফগান সীমান্তে অবস্থিত পারাচিনার শহরের রাস্তা খুলে দেওয়া হচ্ছে৷ এই শহরে মূলত শিয়া সম্প্রাদায়ভুক্ত মানুষের বসবাস৷ গত কয়েক বছরে পাকিস্তানের সঙ্গে এই শহরের যোগাযোগ ছিল পুরোপুরি বিচ্ছিন্ন৷ এবং এই শহরে সুন্নি সম্প্রদায়ের জঙ্গিরা প্রায়ই হামলা চালাত৷ যা বাড়ছিল প্রতিদিনই৷

অভিযান সম্পর্কে মেজর জেনারেল আব্বাস আরো বলেন, এই অভিযানের মূল লক্ষ্য হল এই এলাকা থেকে তালেবান জঙ্গিদের সরানো৷ কারণ এসব জঙ্গিরা অপহরণ থেকে শুরু করে বিভিন্ন ধরণের আত্মঘাতী হামলাসহ নিরাপত্তা বাহিনীর ওপর নানা ধরণের হামলাও চালিয়ে আসছিল৷

Supporters of the Pakistani religious party Jamaat-e-Islami burn U.S. flags and effigy of U.S. President Barack Obama during a rally against drone strikes in the country's tribal areas, Sunday, June 5, 2011 in Karachi, Pakistan. Pakistani authorities are nearly certain that a recent U.S. missile strike killed one of the most wanted leaders of al-Qaida, but the lack of a body still leaves some room for doubt, a security official said. (AP Photo/Fareed Khan)
জঙ্গিরা অপহরণ থেকে শুরু করে বিভিন্ন ধরণের আত্মঘাতী হামলাসহ নিরাপত্তা বাহিনীর ওপর নানা ধরণের হামলাও চালিয়ে আসছিলছবি: AP

জঙ্গি সংস্থা তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা পাকিস্তান তালেবানের কমান্ডার ফজল সাইদ হাক্কানি যখন কুররাম ছেড়ে পালিয়ে যান, তখনই এই অভিযান শুরু করে পাকিস্তান সেনাবহিনী৷ তবে কমান্ডার সাইদ হাক্কানি সাধারণ মানুষের ওপর বিভিন্ন ধরণের হামলা কথা পুরোপুরি অস্বীকার করেন৷

হাক্কানির দল গত বছর কুররাম শহরের শিয়া সম্প্রদায় এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে একটি সমঝোতায় আসার চেষ্টা করেছিল৷ কিন্তু তা পুরোপুরি ব্যর্থ হয়৷ বিশেষ করে পাকিস্তানের অন্যান্য শহরে তালেবান জঙ্গিদের হামলা বাড়তে থাকায় হাক্কানির দলের সঙ্গে কেউই কোনো ধরণের সমঝোতায় যেতে রাজি হয়নি৷

এদিকে, পারাচিনারে এই সামরিক অভিযানের ফলে স্থানীয় মানুষদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া শুরু হয়েছে ইতিমধ্যেই৷ পারাচিনার এবং পেশওয়ারের মধ্যে টহল দিচ্ছে সামরিক বাহিনীও৷

উল্লেখ্য, মার্কিন ড্রোন হামলা থেকে নিজেদের রক্ষা করতে অনেক তালেবান উত্তর ওয়াজিরিস্তান থেকে পালিয়ে কুরারম এবং আশেপাশের শহরে আশ্রয় গ্রহণ করছিল৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য