1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাঁচ বছর আয়ু বাড়ানোর পাঁচ উপায়

১৯ নভেম্বর ২০০৯

স্বাস্থ্য বিষয়ক মাত্র পাঁচটি বিষয় যদি মোকাবেলা করা যায় তাহলে লক্ষ লক্ষ অকাল মৃত্যুরোধ করা যায়- এবং বিশ্বব্যাপী আয়ু বাড়ানো যায় প্রায় পাঁচ বছর৷ সম্প্রতি ডাব্লিউ এইচ ও এই তথ্য জানিয়েছে তার এক রিপোর্টে৷

https://p.dw.com/p/KauC
ফাইল ফটোছবি: AP

রিপোর্টে আরো বলা হয়েছে, শিশু বয়সে পুষ্টিহীনতা, নিরাপদহীন সেক্স, এ্যালকোহল, অনুন্নত স্যানিটেশন ও স্বাস্থ্য ব্যবস্থা এবং উচ্চ রক্ত চাপের কারণেই সারা বিশ্বে ছয় কোটির মানুষের এক চতুর্থাংশের অকাল মৃত্যু ঘটে থাকে৷

যথেষ্ট পুষ্টিহীন খাদ্য দরিদ্র দেশগুলোতে একদিকে যেমন স্বাস্থ্যের জন্য বড় হুমকি অন্যদিকে ধনী রাষ্ট্রগুলোতে মোটা হওয়া এবং অতি ওজন হল আরো বড় হুমকি৷ কম ওজনের মানুষদের ঝুঁকি কম অতি ওজনের মানুষদের চেয়ে৷

ডাব্লিউ এইচ ও তার গ্লোবাল স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কিত রিপোর্টে জানিয়েছে, বিশ্ব বড় ও ব্যাপক ভিত্তিক স্বাস্থ্য হুমকির সম্মুখীন৷ রিপোর্টে চব্বিশটি বড় ধরনের স্বাস্থ্য বিষয়ক ঝুঁকি পরীক্ষা করা হয়েছে এবং বলা হয়েছে, সেগুলোর মূল্যায়ন স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সহায়তা করবে৷

রিপোর্টে এ মর্মে সাবধান করে দেয়া হয়েছে স্বাস্থ্য বিষয়ক কয়েকটি ঝুঁকি সম্পর্কে যেমন ধূমপান, মোটা হওয়া ও অতি ওজন ৷ এগুলো সাধারণত লক্ষ্য করা যায় উচ্চ আয়ের দেশগুলোতে৷ তবে বিভিন্ন রোগের গ্লোবাল বোঝার তিন-চতুর্থাংশ বহন করে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলো৷

জেনেভা-ভিত্তিক জাতিসংঘের একটি সংস্থার মতে, বিশ্বের সর্বোচ্চ মৃত্যুর ঝুঁকি হচ্ছে উচ্চ রক্ত চাপ- এতে বিশ্বব্যাপী মৃতের হার হল তেরো শতাংশ৷ তামাক সেবনের ফলে মৃতের হার হচ্ছে নয় শতাংশ, উচ্চ রক্ত গ্লুকোজে ছয় শতাংশ, শারীরিক অক্ষমতায় ছয় শতাংশ এবং মোটা হওয়া ও অতি ওজনে পাঁচ শতাংশ৷

এই বিষয়গুলো ক্রনিক রোগ এবং ব্যাপক মানুষ হন্তাকারী হার্ট, ডায়াবেটিস এবং ক্যান্সারে মৃতের ঝুঁকি আরো বাড়ায়৷ উচ্চ, মাঝারী এবং নিম্ন আয়ের দেশ-সব দেশই এর শিকার হয় ৷

দুই হাজার চার সালে পরিচালিত এক সমীক্ষার ফলাফল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডাব্লিউ এইচ ও এই তথ্যগুলো জানিয়েছে৷

প্রতিবেদক: আবদুস সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন