1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৪৬ স্কুল শিক্ষার্থী হত্যা

১৯ জুলাই ২০১৩

পশ্চিমা ধাঁচের শিক্ষাব্যবস্থা ইসলাম ধর্মের বিরোধী, মনে করে ‘বোকো হারাম’৷ এই নামের অর্থই হচ্ছে ‘পশ্চিমা শিক্ষাগ্রহণ পাপকাজ’৷ গোষ্ঠীটি গত মাসে চারটি সরকারি স্কুলে হামলা চালিয়ে ৪৬ শিক্ষার্থী ও সাত শিক্ষককে হত্যা করেছে৷

https://p.dw.com/p/19ANE
This picture taken on April 30, 2013 shows a Nigerian soldier, part of the 'Operation Flush' patrolling in the remote northeast town of Baga, Borno State. Nigeria's military said on May 16, 2013 that it was ready to launch air strikes against Boko Haram Islamists as several thousand troops moved to the remote northeast to retake territory seized by the insurgents. AFP PHOTO/PIUS UTOMI EKPEI (Photo credit should read PIUS UTOMI EKPEI/AFP/Getty Images)
ছবি: Getty Images/AFP

বোকো হারাম নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ইসলামি সরকারব্যবস্থা চালু করতে চায়৷ তারা মনে করে বর্তমানে নাইজেরিয়ার স্কুলগুলোতে যে শিক্ষাব্যবস্থা চালু আছে সেটা ইসলাম বিরোধী৷ সেখান থেকে শিক্ষার্থীরা ইসলামের শিক্ষা পায় না৷

তাই পুরো দেশে না পারলেও অন্তত উত্তরাঞ্চলের একটা অংশ জুড়ে ইসলামি ব্যবস্থা গড়ে তুলতে এক দশক আগে বোকো হারাম প্রতিষ্ঠিত হয়৷ এরপর থেকে বিভিন্ন সময় সামরিক সদস্য ও রাজনীতিবিদদের উপর হামলা চালিয়েছে গোষ্ঠীটি৷

Bildnummer: 55570274 Datum: 04.07.2011 Copyright: imago/Xinhua (20110704) -- ABUJA, July 4,2011 (Xinhua) -- The picture shows the unusual road traffic congestion in Abuja,capital of Nigeria, on July 4,2011,caused by the Nigeria military check-up following the recent bomb attacks in the north by the suspected Boko Haram militants.(Xinhua/Femi Ipaye)(wn) NIGERIA-ABUJA-MILITARY-TRAFFIC PUBLICATIONxNOTxINxCHN Gesellschaft xtm 2011 quer o0 Straße, Verkehr, Stau, Verkehrsstau, Auto, Totale Bildnummer 55570274 Date 04 07 2011 Copyright Imago XINHUA Abuja July 4 2011 XINHUA The Picture Shows The unusual Road Traffic Congestion in Abuja Capital of Nigeria ON July 4 2011 CAUSED by The Nigeria Military Check up following The Recent Bomb Attacks in The North by The suspected Haram militant XINHUA Femi Nigeria Abuja Military Traffic PUBLICATIONxNOTxINxCHN Society XTM 2011 horizontal o0 Road Traffic Jammed Traffic jam Car long shot
পুরো দেশে না পারলেও অন্তত উত্তরাঞ্চলের একটা অংশ জুড়ে ইসলামি ব্যবস্থা গড়ে তুলতে এক দশক আগে বোকো হারাম প্রতিষ্ঠিত হয় (ফাইল ফটো)ছবি: imago stock&people

এর জবাবে ২০০৯ সালে এক সামরিক অভিযানে নিহত হন বোকো হারামের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউসুফ৷ এরপর থেকে গোষ্ঠীটি কয়েক ভাগে ভাগ হয়ে গেলেও হামলা বন্ধ হয়নি৷ তবে সেগুলোর লক্ষ্য আগে কখনো স্কুল না হলেও হঠাৎ করেই গত মাসে একসঙ্গে চারটি স্কুলে হামলা করে বোকো হারাম৷

বিশ্লেষকদের ধারণা, মে মাসে বোকো হারামের বিরুদ্ধে যে সামরিক অভিযান হয়েছে তাতে হয়ত গোষ্ঠীটি দুর্বল হয়ে পড়েছে৷ ফলে সেনাঘাঁটি বা পুলিশ ফাঁড়িতে হামলা করার মতো সামর্থ্য আর তাদের নেই৷ তাই আক্রমণের সহজ লক্ষ্য হিসেবে তারা স্কুলকেই বেছে নিয়েছে৷

যদিও বোকো হারামের শীর্ষ নেতা আবুবকর শেকাও এই হামলার কথা অস্বীকার করেছেন৷ তিনি বলেছেন, বোকো হারাম ছোট ছোট বাচ্চাদের উপর হামলা করে না৷ তবে যারা হামলা চালিয়েছে তাদের প্রশংসা করেছেন তিনি৷ ভবিষ্যতে স্কুল শিক্ষকদের হত্যারও হুমকি দেন শেকাও৷

সব মিলিয়ে বেশ ভয়ে আছেন নাইজেরিয়ার উত্তরাঞ্চলের শিক্ষক ও শিক্ষার্থীরা৷ অনেক স্কুলের শিক্ষক ইতিমধ্যে এলাকা ছেড়ে চলেও গেছেন৷

জেডএইচ / এসবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য