1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিবেশ বাঁচাতে কাজ করছে ‘বেলা'

১২ নভেম্বর ২০১০

বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি, সংক্ষেপে বেলা৷ দেশের পরিবেশ বিনষ্ট হওয়ার বিরুদ্ধে চলছে তাদের নিয়মতান্ত্রিক আন্দোলন৷ আদালতে, মাঠে, মানুষের মধ্যে৷

https://p.dw.com/p/Q6lM
জাহাজ ভাঙা পরিবেশ বিধ্বংসী এক শিল্পছবি: AP

বাংলাদেশের চট্টগ্রামের ভাটিয়ারি৷ হালকা বৃষ্টির ছোঁয়া৷ বইছে বাতাস৷ সমুদ্রের নোনা জল ঢেউ-এর টানে ছুটে আসছে কূলের দিকে৷ সেই পানির রঙ বদলে গেছে৷ বিজ্ঞানের সূত্রকে আবার প্রমাণ করছে সেই পানি৷ কারণ পানির উপরে ভাসছে কালো রঙের তেলের গাদ৷ এই রাসায়নিক বর্জ্যে ভাটিয়ারির সৈকতের বালি তো বটেই আশেপাশের আরো অনেক এলাকা হয়ে উঠেছে বিষাক্ত৷ কিন্তু কেন? উত্তর হচ্ছে জাহাজ ভাঙা শিল্প৷

পরিবেশের জন্য প্রচণ্ড এই ক্ষতিকর সব জাহাজ নিয়ে আসা হচ্ছে চট্টগ্রামে৷ সেগুলো ভাঙা হচ্ছে, সেই লোহা বিক্রি করা হচ্ছে৷ আর পুরানো জাহাজের বিষাক্ত রাসয়ানিক পদার্থ পানিতে পড়ছে, ভেসে বেড়াচ্ছে বাতাসে৷ বিষাক্ত পরিবেশ৷ এর বিরুদ্ধে তো কিছু একটা করা দরকার৷ আর তাই মাঠে নেমেছে একটি সংগঠন৷ তারা আইনের আওতায় প্রতিবাদ জানিয়ে আসছে৷ আদালতে মামলা ঠুকে দিচ্ছে৷ পরিবেশ আর মানুষকে বাঁচাতে চলছে তাদের নিয়মতান্ত্রিক আন্দোলন৷ এই সংগঠনটির নাম বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি৷ সংক্ষেপে বেলা৷

Bildgalerie Zyklon Sidr in Bangladesch Bild 6
পরিবেশ বিপর্যয়ের শিকার হতে হয় বাংলাদেশকেছবি: DW

জাহাজ ভাঙা পরিবেশ বিধ্বংসী শিল্পের বিষয়েই কেবল নয়. তাদের আন্দোলন চলছে শহরের খেলার মাঠ, নির্বিচারে গাছ কেটে ফেলা আর গ্রামের বিশুদ্ধ বাতাস, যানবাহনের কারণে পরিবেশদূষণ, নদীদূষণ, পাহাড় কাটা, অপরিকল্পিত নগরী ও বন্য প্রাণী ধ্বংস করা - এক কথায় পরিবেশ নষ্ট করার চেষ্টা যেখানে, সেখানেই প্রতিবাদ বেলার৷

এই উদ্দেশ্যেই বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বা বেলার জন্ম৷ প্রতিষ্ঠাতা মহিউদ্দিন ফারুক৷ তাঁর মৃত্যুর পর এই সংগঠনের হাল ধরেছেন তাঁরই কন্যা সৈয়দা রিজওয়ানা হাসান৷

মূলত কি ধরণের কাজ করছে বেলা? সৈয়দা রিজওয়ানা জানালেন, ‘বাংলাদেশের পরিবেশ রক্ষায় অনেক চ্যালেঞ্জিং পদক্ষেপ নিয়েছে আমাদের সংগঠন৷ জাহাজ ভাঙা শিল্প প্রসঙ্গে তিনি বলেন, উন্নত বিশ্ব আমাদের দেশে তাদের পরিত্যক্ত জাহাজ বিক্রি করে৷ যেগুলোর বর্জ্য আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর৷ এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী৷ জাহাজ ভাঙার বিষক্রিয়ায় শ্রমিক ও আশপাশের মানুষের জটিল রোগব্যাধি, এমনকি মৃত্যুও হচ্ছে৷ বাংলাদেশ লোহার চাহিদা মেটাতে ও কর্মসংস্থানের কারণে এ শিল্পটি বন্ধ করছে না৷ কিন্তু এতে জানমালের ক্ষতি অনেক বেশি হচ্ছে৷'

Dhaka City Umweltverschmutzung
পরিবেশ দূষণ এক বড় সমস্যাছবি: AP

সাধারণ মানুষ ও কর্তৃপক্ষের কাছে দেশের পরিবেশ বিপর্যয় ও এর ক্ষতিকর দিক তুলে ধরার জন্য রিজওয়ানার উদ্যোগে বেশ কয়েকটি গবেষণা ও প্রকাশনার কাজ করছে এই সংগঠন৷

সৈয়দা রিজওয়ানা হাসান ২০০৯ সালে অ্যামেরিকা থেকে ‘গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ' পান৷ একই বছর সলিমুল্লাহ স্মৃতি গোল্ড মেডেলও লাভ করেন৷ ২০০৭ সালে বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে অর্জন করেন পরিবেশ অ্যাওয়ার্ড৷ ২০০৯ সালে আমেরিকার বিখ্যাত টাইম ম্যাগাজিন তাঁকে নিয়ে স্টোরি করে৷

উন্নত দেশের পরিবেশবিধ্বংসী আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে একদিন সোচ্চার হবে আমাদের সরকার এমনটাই প্রত্যাশা সৈয়দা রিজওয়ানার৷

প্রতিবেদন: সাগর সরওয়ার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক