1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরকীয়ায় মত্ত তুষারপাতে আটকা ব্রিটিশরা !

৮ জানুয়ারি ২০১০

তুষারপাতে ঘরে আটকা পড়ে আছে সবাই৷বিবাহিত একাকী নরনারীদের জন্য এ এক অবসরও বটে! আর এই অবসরে প্রকৃতিই যেন পরকীয়ায় মত্ত করে তুলছে তাদের !

https://p.dw.com/p/LNwQ
খারাপ আবহাওয়ায় বাড়িতেই একান্ত অবসরছবি: Bilderbox

ব্রিটেনে বিবাহ-বহির্ভূতদের ডেটিং সাইটের পরিসংখ্যানে এরকম চিত্রই দেখা যাচ্ছে৷ বিবাহিত নরনারীদের নিরাপদ পরকীয়ার ব্যবস্থাকারী ‘ইলিসিটএনকাউনটারডটকম' বুধবার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় তাদের ওয়েবসাইটে ভিজিটরের সংখ্যা ছিল অপ্রত্যাশিত রকমের বেশি৷ বুধবার সকালে এ সাইটে নতুন নিবন্ধিত নরনারীর সংখ্যাও চমকে দিয়েছে তাদের৷

ওয়েবসাইটটি জানায়, ব্রিটেনে চলতি সপ্তাহের অত্যন্ত প্রতিকূল আবহাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকেই বেশি খদ্দের পাচ্ছেন তারা৷ এর মধ্যে অন্যতম বার্কশায়ার, হ্যাম্পশায়ার, এবং ওয়েস্টকাউন্টি৷ পরকীয়ায় মত্ত নরনারীদের অবস্থা এতোটাই বেগতিক যে, নতুন নিবন্ধিতদের ভিড় সামলাতে বেশকিছু অতিরিক্ত কর্মী নিয়োগ দিতে হয়েছে ওয়েবসাইটটিকে৷

Küssende Paare Loveparade 2008
পরকীয়ায় মত্ত নর-নারীছবি: picture-alliance/ dpa

‘ইলিসিটএনকাউনটারডটকম' এর মুখপাত্র সারা হার্টলি এক বিবৃতিতে বলেছেন, ‘‘সম্ভবত এই স্বামী বা স্ত্রীরা এতোদিন সুযোগের অপেক্ষায় ছিলেন, কবে তাদের সহকর্মী-পরিচিতজন এবং অবশ্যই নিজের সঙ্গীর চোখ এড়িয়ে অন্য কারও সঙ্গে মিলিত হবেন৷''

পরকীয়া ওয়েবসাইটটি জানায়, গত ছয়দিনে ২,৫৬৭ জন নতুন সদস্য পেয়েছেন তারা৷ এ থেকে তারা আশা করছেন এ আবহাওয়া চলতে থাকলে এবারের জানুয়ারি মাসটিই হবে যাবৎকালে তাদের সবচেয়ে ব্যস্ততম মাস৷

তারা জানায়, ব্রিটেনজুড়ে প্রায় ৩,৫০,০০০ সদস্য রয়েছে তাদের৷ নারী পুরুষদের মিলনের জন্য নিরাপদ এবং নৈতিকতা বিচারের উর্ধ্বে একটি পরিবেশ নিশ্চিত করাই তাদের লক্ষ্য৷

প্রতিবেদক: মুনীর উদ্দিন আহমেদ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক