1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পল ম্যাককার্টনি

১৪ জুন ২০১২

ষাটের দশকে পপ সংগীতের জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল সংগীত গোষ্ঠী ‘দ্য বিটলস'৷ এই গোষ্ঠীর অন্যতম সদস্য পল ম্যাককার্টনি জীবনকালেই হয়ে উঠেছেন এক কিংবদন্তি৷ ১৮ই জুন পালিত হবে শিল্পীর ৭০তম জন্মবার্ষিকী৷

https://p.dw.com/p/15DkQ
ছবি: AP

সুরকার, গীতিকার, বাদক ও গায়ক পল ম্যাককার্টনি, জন লেনন'এর সাথে রচিত ‘দ্য বিটলস'-এর অসংখ্য গানের মধ্য দিয়ে পেয়েছেন বিশ্বখ্যাতি৷ লেনন-ম্যাককার্টনি'কে বলা হয় বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ গীতিকার জুটি৷ তাঁর বহু গান পপ সংগীতের ইতিহাসে মাইলফলক হয়ে আছে৷

পল ম্যাককার্টনি'র জন্ম ১৯৪২ সালে ইংল্যান্ডের লিভারপুল শহরে৷ বাবা ছিলেন অপেশাদার ট্রাম্পেট ও পিয়ানো বাদক৷ ১৪ বছর বয়সে বাবার কাছ থেকে একটি ট্রাম্পেট উপহার পান তিনি৷ কিছুকাল পর এই ট্রাম্পেটের পরিবর্তে একটি গিটার কেনেন পল৷ সেই থেকেই গিটারে তাঁর স্বশিক্ষা৷ ‘আর অ্যাণ্ড বি' সংগীত শিল্পী লিটল রিচার্ড ছিলেন তাঁর আদর্শ৷

Großbritannien Musik Band The Beatles
‘দ্য বিটলস'ছবি: AP

১৯৫৭ সালে তাঁর পরিচয় হয় জন লেনন ও তাঁর ব্যান্ড ‘দ্য কোয়্যারি মেন'এর সাথে৷ এবছরই বেস গিটারিস্ট ও গায়ক হিসেবে এই গোষ্ঠীতে যোগ দেন পল৷ পরবর্তীকালে এতে যোগ দেন জর্জ হ্যারিসন ও রিংগো স্টার৷ ৬০ সালে এই ব্যান্ডের নাম বদলে রাখা হয় ‘দ্য বিটলস'৷ এবছরই তারা আসেন জার্মানির হামবুর্গ শহরে৷ এখান থেকেই শুরু হয় সংগীত জগতে বিটলস এর সফল অগ্রযাত্রা৷ ৬২ সালে বের হয় তাদের প্রথম অ্যালবাম ‘লাভ মি ডু'৷ পরের বছরগুলোতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে বিটলসম্যানিয়া৷ বিংশ শতাব্দীর সংগীত জগতের যাবতীয় রেকর্ড ভঙ্গ করে এই গোষ্ঠী৷

১৯৬৯ সালে বিটলস এর মধ্যে ফাটল ধরে৷ পল শুরু করেন তাঁর একক ক্যারিয়ার ৷ ৭০ সালে বের হয় তাঁর প্রথম সোলো অ্যালবাম ‘ম্যাককার্টনি'৷ ৭১ সালে পল তাঁর স্ত্রী লিন্ডার সাথে প্রতিষ্ঠা করেন ‘উইংস' সংগীত গোষ্ঠী৷ সেই থেকে বহু সফল অ্যালবাম বেরোয় বাজারে৷

তাঁর দীর্ঘ ধারাবাহিক সংগীত জীবনে বিরতি ঘটেনি৷ বিশ্বব্যাপী ১০ কোটিরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে তাঁর৷ ১৯৯৭ সালে ইংল্যান্ডের নাইট উপাধিতে ভূষিত হন তিনি৷ ২০০৩ ও ২০০৮ সালে যথাক্রমে ‘সাসেক্স বিশ্ববিদ্যালয়' ও ‘ইয়েল বিশ্ববিদ্যালয়' সংগীতে বিশেষ অবদানের জন্য তাঁকে সম্মানসূচক ডক্টর উপাধি প্রদান করে৷ একাধিকবার গ্র্যমিসহ আরো বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন স্যার জেমস পল ম্যাককার্টনি৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য